পাটুরিয়া-দৌলতদিয়ায় দুই ফেরি বিকল
ফেরি সংকট, কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারের অপেক্ষায় আট শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক-শ্রমিকরা। এদিকে মালামাল নষ্ট হওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে এই রুটে দুই ফেরি বিকল হয়ে পড়ে আছে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে ফেরি ঢাকা এবং চন্দ্রমল্লিকা নামের দুটি ফেরি বিকল হয়। এ ছাড়াও কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় জমতে থাকে যানবাহন।
সেকেন্দার নামের এক ব্যবসায়ী জানান, মধ্যরাত থেকে মাছের ট্রাক নিয়ে দৌলতদিয়া ঘাটে আসেছি। এখনো পার হতে পারি নাই। এ অবস্থা চললে ঢাকায় যেতে যেতে আমাদের সব শেষ হয়ে যাবে।