পাটুরিয়া-দৌলতদিয়ায় দুই ফেরি বিকল

Share the post

ফেরি সংকট, কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পারের অপেক্ষায় আট শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক-শ্রমিকরা। এদিকে মালামাল নষ্ট হওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে এই রুটে দুই ফেরি বিকল হয়ে পড়ে আছে।

ঘাট কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে ফেরি ঢাকা এবং চন্দ্রমল্লিকা নামের দুটি ফেরি বিকল হয়। এ ছাড়াও কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় জমতে থাকে যানবাহন।

তবে যাত্রী পরিবহন ও ছোট যানবাহনকে অগ্রাধিকার দেওয়ায় দীর্ঘ সারিতে আটকে রয়েছে আট শতাধিক পণ্যবাহী ট্রাক। এতে ট্রাকের মালামাল পচে যাওয়া আশঙ্কাসহ নানা দুর্ভোগে রয়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা।
আরিফ নামের এক ট্রাক শ্রমিক জানান, গত দু’দিন ধরে পচনশীল মালের ট্রাক নিয়ে বসে আছি। নষ্ট হওয়ার আশঙ্কায় মালিক বারবার ফোন করছেন। কিন্তু ফেরি পাচ্ছি না। মালামাল তো সব শেষ হয়ে যাচ্ছে।

সেকেন্দার নামের এক ব্যবসায়ী জানান, মধ্যরাত থেকে মাছের ট্রাক নিয়ে দৌলতদিয়া ঘাটে আসেছি। এখনো পার হতে পারি নাই। এ অবস্থা চললে ঢাকায় যেতে যেতে আমাদের সব শেষ হয়ে যাবে।

পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, আমরা পরিবহন এবং কাঁচামালবাহী যানবাহনকে অগ্রাধিকার দিচ্ছি। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ১৬টি ফেরির মধ্যে ১৪টি ফেরি চলাচল করছে। দুটি ফেরি বিকল হয়েছে। সেগুলো মেরামতের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুলিয়ায় সাংবাদিকদের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন

Share the post

Share the postমো: শাকিল শেখ ,সাভার(ঢাকা) : গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যা,সাভারে ৭১টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে হত্যাচেষ্টাসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের নিন্দা জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাভার-আশুলিয়ায় কর্মরত সাংবাদিকরা। শনিবার (১৬ আগস্ট) সকালে আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় […]

মান্দায় শত্রুতার জেরে এক নারীকে পিটিয়ে আহত করলেন বিএনপি নেতা

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ : শত্রুতার জের ধরে নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছোট বেলালদহ গ্রামের মোছাঃ শরিফা (৪৫) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই গ্রামের মোঃ মেহেদী হাসান টগর (৩৫) বিরুদ্ধে। রবিবার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে নশরতুল্যা বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মোছাঃ শরিফা মোঃ রাশেদ খামারুরের স্ত্রী। স্থানীয়রা শরিফাকে উদ্ধার করে মান্দা […]