জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন

Share the post

করোনার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থগিত করা পরীক্ষাগুলো দ্রুত নতুন রুটিনে নেয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ দাবিতে দেশের বিভিন্ন সরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে।তারা বলেছেন, পরীক্ষা স্থগিত হওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেশন জটে পড়েছে। একই সাথে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের আগামী বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে বলেও জানায় তারা।শিক্ষার্থীরা আরো বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতটি কলেজের পরীক্ষা বর্তমানে চলছে। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত পরীক্ষা করোনার কারনে বন্ধ করে দেয়া হয়েছে। এই স্থগিতাদেশে অনার্স চতুর্থ বর্ষের মাত্র দুই থেকে তিনটি বিষয়ের পরীক্ষা আটকে গেছে।

ফেনীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন রুটিনে পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে। ফেনী শহরের ট্রাংক রোড এলাকায় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।এদিকে পরীক্ষার দাবিতে রাঙামাটি সরকারি কলেজ গেটের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এখানে ও তারা একই দাবি জানিয়েছে।

আবার মঙ্গলবার সকালে বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চালু এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সরকারি বিএম কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ ও সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থীরা। অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চালু এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি তাদের। আজ সকাল সাড়ে ১১টায় সাধারন শিক্ষার্থীর ব্যানারে প্রথমে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে তারা কলেজের সামনের সড়কে মানববন্ধন করে।

এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন একই সময় একই স্থানে পৃথক একটি মানববন্ধন করে। এসময় শিক্ষার্থীরা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ৭টি কলেজে পরীক্ষা চলছে। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সমস্ত পরীক্ষা করোনার কারনে বন্ধ করে দেয়া হয়েছে। তাছাড়া বানিজ্যমেলাসহ নানা কর্মকাণ্ড চালু রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যহত হচ্ছে বলেও তারা জানায়।

এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছে তারা। পরে শিক্ষার্থীরা বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ডঃ গোলাম কিবরিয়া বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। পরে কলেজ অধ্যক্ষ জানিয়েছেন তারা বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন।

অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাসহ সকল বর্ষের স্থগিত পরীক্ষা বহাল রাখার দাবিতে গাজীপুরে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছে। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী অর্ধশতাধিক শিক্ষার্থী বিক্ষোভ ও মিছিল করেন। এ সময় তারা চলমান অনার্স পরীক্ষা বহাল রাখার দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এ প্রসঙ্গে উল্লেখ্য যে, করোনা পরিস্থিতি বিবেচনায় সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য সকল পরীক্ষা স্থগিত করে দেয়। যদিও বিশ্ববিদ্যালয় প্রক্টর আন্দোলনরত শিক্ষার্থীদের আগামী ৭ তারিখ থেকে পরীক্ষা নেয়ার আশ্বাস দিয়েছেন।

এছাড়াও সকল স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন করেছে যশোরের শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় শিক্ষার্থীরা বলেছেন, সেশন জটের কারণে আমাদেরকে একটি শ্রেণীতে তিন বছর পার করতে হচ্ছে। এতে আমরা বিসিএসসহ সকল চাকরির পরীক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ছি। যা অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে গোটা দেশকে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

স্বজনপ্রীতি ও দুর্নীতি তদন্তে ইবিতে তথ্য চেয়ে নোটিশ

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি :কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্ঠপোষকতাকারীদের চিহ্নিতকরণে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এসকল সংক্রান্ত তথ্য অনুসন্ধানের নিমিত্তে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্ঠপোষকতাকারীদের […]

নরসিংদীতে পোশাককর্মীর পর এবার ৩ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

Share the post

Share the post আশিকুর রহমান, নরসিংদী :- নরসিংদীর বেলাবতে এক পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের পর এবার রায়পুরা উপজেলায় ৩ সন্তানের জননী পঞ্চাশোর্ধ এক নারী ধর্ষণের অভিযোগ উঠেছে। পরপর এধরণের ঘটনায় জেলাজুড়ে আতংক ছড়িয়ে পড়ছে। তবে বেলাব এর ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছেন। আটককৃতরা হলেন, বেলাব উপজেলার মাটিয়াল পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন […]