সুনামগঞ্জ-সিলেট রোডে বিআরটিসি ডাবল ডেকার বাস সার্ভিস চালু:
মোঃ তামিম রহমান চৌধুরী (সিলেট): সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি ডাবল ডেকার বাস চালু করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ এই সার্ভিসটি চালু করে সরকারী এই সম্পত্তির যত্ন নিতে অনুরোধ করেন। প্রতিদিন দুটি বিআরটিসির দুটি ডাবল ডেকার বাস সুনামগঞ্জ হতে সিলেট এবং দুটি ডাবল ডেকার বাস সিলেট হতে সুনামগঞ্জ যাত্রী পরিবহন করবে। এতে সুনামগঞ্জ-সিলেট রোডে বিআরটিসি বাসের স্বল্পতা কিছুটা দূর করে যাত্রীদের দূর্ভোগ কমাতে পারবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।