আজও সারা দেশে বৃষ্টি: শৈত্যপ্রবাহের শঙ্কা
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। তবে এর প্রভাবে আজও রাজধানীসহ সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। দুপুরের পর থেকে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সমুদ্রবন্দরগুলোতে এখনও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে। আবহাওয়া অফিস বলছে, ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ১২৪ মিলিমিটার।আর এসময়ে ঢাকায় বৃৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০৪ মিলিমিটার। আবহাওয়া অফিসের তথ্যানুসারে, মাসের শেষ দিকে উত্তরাঞ্চলে একাধিক শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।
এদিকে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় বিপাকে পরেন অফিসগামীরা। বাড়তি ভাড়ায় সিএনজি, রিকশায় চলাচল করতে হচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে।গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ১৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে।
এর আগে ঘূর্ণিঝড় জাওয়াদ আরো দুর্বল হয়ে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। এর প্রভাবে রোববার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত রাজধানীসহ সারাদেশের বিভিন্ন জেলায় গুঁড়িগুঁড়ি ও মাঝারি বৃষ্টি হচ্ছে। আর ডিসেম্বরের এই অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে চরম বিপাকে পড়েছেন রাজধানীবাসী।সড়কে যানবাহন সংকট আর তার সাথে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে সকাল সকাল ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষজন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে।এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর এখন উত্তাল। এ কারণে দেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি রয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গপোসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনা দেয়া হয়েছে।