চট্টগ্রামে রাসায়নিকের গুদামে আগুন
চট্টগ্রাম সংবাদ: নগরীর সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে হোম মাদার ল্যান্ড কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। বিষিয়টি নিশ্চিত করেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন।
শুক্রবার (২৬ নভেম্বর) সকালে এ আগুন লাগে। সকাল ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। এরপরই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। সাপ্তাহিক ছুটির দিন থাকায় তেমন কোনো কর্মকর্তা-কর্মচারী না থাকায় কোনরকম হতাহতের ঘটনা ঘটেনি। তবে এলাকাবাসী বলছেন আগুন নিয়ন্ত্রণ করার জন্য যে পরিমাণ নিরাপত্তা অনুসরণ করা উচিৎ তা এই কেমিক্যাল ফ্যাক্টরিটি অনুসরণ করছে না তার ফলেই এই আগুনের ঘটনা ঘটেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, নগরীর সাগরিকায় একটি ক্যামিকেল গোডাউনে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। রাসায়নিক কারখানাটিতে বিপুল দাহ্যপদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।