মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোটার্যাক্ট ক্লাব অব রাংগামাটি ও প্রতিভা ক্রিকেট ক্লাব এর আয়োজনে শহরের মনোরম পরিবেশে লেকের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণ লিখন ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রাংগামাটি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোটার্যাক্ট ক্লাব অব রাংগামাটি ও প্রতিভা ক্রিকেট ক্লাব এর আয়োজনে শহরের মনোরম পরিবেশে লেকের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণ লিখন ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে শহরের বিভিন্ন স্কুলের প্রায় ৩৫০+ শিক্ষার্থী অংশগ্রহণ করে..এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটি জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব এ কে এম মামুনুর রশীদ, বিশেষ অতিথি রাংগামাটি পৌরসভার সম্মানিত মেয়র এক্স রোঃ পিপি আকবর হোসেন চৌধুরী, বিশেষ অতিথি রাংগামাটি উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক ও রাংগামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন।
প্রতিযোগিতা শেষে চারটি বিভাগে অংশগ্রহণকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত প্রোগ্রাম সফল করতে যারা শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ভালোলাগার এই শহরের ঐতিহ্যবাহী ক্লাব প্রতিভা ক্রিকেট ক্লাবের নেতৃবৃন্দের প্রতি।

স্পেশালি ধন্যবাদ পিপি রোঃ আবু বকর ভাই,আজকের প্রোগ্রামের সদস্য সচিব যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন পিপি রোঃআমিনুল ইসলাম ভাই,আই পি পি রোঃমোঃ ইসহাক,সহ-সভাপতি রোঃরিপন, ক্লাব সচিব রোঃ মণি, জয়েন্ট সেক্রেটারি রোঃ সঞ্চিতা,প্রফেশনাল সার্ভিস রোঃআলী হোসেন, সার্জেন্ট এড আর্মস রোঃ নাজমা, সদস্য রোঃ পান্না, সদস্য রোঃ নয়ন, প্রস্তাবিত রোটার্যাক্টর এ্যানি।
