১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীকে ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ

Share the post

১২ -১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার ১ম ডোজের কর্মসূচির মধ্য দিয়ে কোভিড-১৯ টিকা কার্যক্রমে এক নতুন মাইলফলক অর্জন- আজ ১৪ অক্টোবর, প্রথমবারের মতো মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জন ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীকে ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়।

শিক্ষার্থীদের এই টিকা কার্যক্রমের উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনাব জাহেদ মালেক এমপি, মাননীয় মন্ত্রী, স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই কর্মসূচিতে মাননীয় মন্ত্রীর সাথে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোঃ খুরশিদ আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, লাইন ডিরেক্টর এমএন্ডসিএএইচ ডা. শামসুল হক। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), মানিকগঞ্জের সিভিল সার্জন, কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, মানিকগঞ্জের ডেপুটি কমিশনার, মানিকগঞ্জের পুলিশ সুপার সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় শিক্ষার্থীরা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে ভ্যাক্সিন গ্রহণ করে এবং টিকাদান চলাকালে কোন শিক্ষার্থীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। এই ১২০ জন শিক্ষার্থীকে আগামী কিছু দিনের জন্য পর্যবেক্ষনে রাখা হবে। এই পর্যবেক্ষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে সারাদেশের সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার ভ্যাকসিনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সিলেটের বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালিন সবজি

Share the post

Share the postসিলেট প্রতিনিধি : সিলেটের বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকারিন সবজি। এখনও শীত আসেনি তবে বাজারে চলে এসেছে শিম, ফুলকপি, পাতাকপি, মূলাসহ প্রায় সবধরনের শীতের সবজি। এদিকে নতুন সবজির প্রতি ক্রেতাদের বাড়তি আকর্ষণ থাকলেও আকাশছোঁয়া দামের ফলে ধারে-কাছেও যেতে পারছে না মধ্য-নিম্নবিত্ত  শ্রেণির মানুষ। বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজি শিমের দাম দোকানভেদে চাওয়া […]

চকরিয়ায় বেপরোয়া বালু খেকো যুবলীগ ক্যাডার বকুল: মানববন্ধনেও থামছেনা বালু লুট

Share the post

Share the postইকরামুল হক,স্টাফ রিপোর্টার : বেপরোয়া বালু উত্তোলনের কারনে নদী ভাঙ্গনের কবলে পড়েছে বাঘগুজারা ব্রীজ সহ আসপাশের বসতবাড়ি। ভাঙ্গন থেকে রক্ষা পেতে প্রশাসনের কাছে ধরনা দিয়েও কোন সুরাহা না পেয়ে ভাঙ্গন এলাকায় মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। তারপরো অব্যাহত রয়েছে বালু উত্তোলন। সরেজমিনে এলাকাবাসী জানায়,মাতামুহুরী নদীর চকরিয়ার কোনাখালী বাঘগুজরা ব্রীজের উপরে-নীচে রয়েছে যুবলীগ ক্যাডার বকুল […]