২০২১-২০২৩ মেয়াদী রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুল কৈয়ূম চৌধুরী
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম অঞ্চলের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২১-২০২৩ মেয়াদী এ পরিচালনা পর্ষদে চট্টগ্রামের নেতৃত্বে রয়েছেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুল কৈয়ূম চৌধুরী। এছাড়া কমিটিতে কো-চেয়ারম্যান (১) হিসেবে দায়িত্বে থাকছেন রিহ্যাবের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ দিদারুল হক চৌধুরী ও কো-চেয়ারম্যান (২) পদে রয়েছেন রিহ্যাবের পরিচালক মাহবুব সোবহান জালাল তানভীর।
বুধবার (১৩ অক্টোবর) রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলের নব কমিটির সদস্য এ এস এম আবদুল গাফফার মিয়াজী এ তথ্য নিশ্চিত করেছেন।তাছাড়া ২০২১-২০২৩ মেয়াদে রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলের সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন- মোহাম্মদ নাজিম উদ্দীন, মোহাম্মদ মোরশেদুল হাসান, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান ও সারিশত বিনতে নুর।
এর আগে মঙ্গলবার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়। এতে ২০২১-২০২৩ মেয়াদী কমিটির সভাপতি পদে শামসুল আলামিন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর শামসুল আলামিন (কাজল) এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে হামিদ রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদ নির্বাচিত হয়েছেন।