নেত্রকোনায় দূর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা

Share the post

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি : দূর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা।প্রতি বছর শরৎকালে দেবী দূর্গার আগমন হয় নিজ ভূমিতে। সনাতন ধর্মের শাস্ত্র মতে জানা যায়, বছর ঘুরে আবারও উমা দেবী আসছেন তার বাপের বাড়ি। হিমালয়ের কৈলাশে তার স্বামী শিবের বাস। সেখান থেকেই সুদূর পথ পাড়ি দিয়ে আসেন সমতল ভূমির এই বাংলায়। সঙ্গে নিয়ে আসেন গণেশ, কার্ত্তিক, লক্ষ্মী আর সরস্বতীকে।

মা দেবীকে বরণ আর আরাধনায় মেতে উঠতে ইতোমধ্যেই জেলার বিভিন্ন স্থানে চলছে শেষ মুহূর্তে পূজার মন্ডপ তৈরি ও প্রতিমা তৈরি এবং সাজসজ্জার কাজ, আর তাই শেষ মহুর্তে ব্যস্ত সময় কাটাছে প্রতিমা তৈরির কারিগররা। সনাতন ধর্ম মতে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এভাবেই মর্ত্যলোকে আবাহন ঘটে দেবী দুর্গার। মন্দিরে মন্দিরে উচ্চারিত হয় ‘যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেন সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোঃ নমোঃ’।(১১ অক্টোবর ) ষষ্ঠী পূজার মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু। ঘনিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব র্দূগাপূজা। জগৎ জননী মায়ের আগমনে মাতৃভক্ত সন্তানদের হৃদয়ে চলছে আনন্দধারা। এই আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নিতে সারা দেশের মতো নেত্রকোনাও চলছে দুর্গোৎসবের প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রতিমা তৈরীর কাজ। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় পূজা এই দূর্গাপুজা, তাই দেবী দূর্গাকে আহবান আর শান্তির প্রত্যাশায় সনাতনী সম্প্রদায়ের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

নেত্রকোনা জেলায় এবার সব মিলিয়ে পূজামন্ডপ ৫১৭ টি। যার মধ্যে নেত্রকোনা সদর ও পৌরসভায়-১০৯, বারহাট্টা-৫২, কলমাকান্দায়-৬০,দূর্গাপুর-৫৮, মোহনগঞ্জ-৩৭, খালিয়াজুরী-৪১, মদন-১৩, কেন্দুয়া-৪৭, আটপাড়া-৪০,ও পূর্বধলায়-৬০ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। নেত্রকোনায়ই তৈরি করা হচ্ছে সবচেয়ে বড় এবং আকর্ষনীয় মন্ডপ। ব্যায় করা হচ্ছে লাখ লাখ টাকা। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দূর্গাদেবীর প্রতিমা ছাড়াও তৈরি করা হচ্ছে নজর কারা বিভিন্ন দেবদেবীর প্রতিমা। অনুষ্ঠান সুন্দর ও সফল করতে শেষ মুহুর্তের প্রস্তুতিও সেরে নিচ্ছেন সংশ্লিষ্টরা।

নেত্রকোনা জেলা দূর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি মঙ্গল চন্দ্র সাহা বলেন, আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আশা করি (১১ অক্টোবর) থেকে ষষ্ঠী পূজার মধ‍্যে দিয়ে মহাআনন্দের সাথে আমরা এই উৎসব পালন করতে পারবো।

নেত্রকোনা জেলা দূর্গাপূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমীর ভদ্র রানা জানান, এবারে দেশের পরিস্থিতি কিছুটা ভালো থাকায় আর আবহাওয়া অনুকুলে থাকায় আশা করি আমরা জাকজঁমক একটি পূজা উদযাপন করতে পারবো। আইনশৃংখলা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে কোন ধরনের অসুবিধা হবে না। এদিকে এবারের পূজায় আইনশৃংখলা রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন পুলিশ সুপার ।

নেত্রকোনা জলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি বলেন, নেত্রকোনা একটি শান্ত এলাকা আর এখানকার সকলের মধ্যে শান্তি আর সম্প্রীতি বহমান, আর সনাতন ধর্মালম্বীদের এই পূজাকে ঘিরে নেত্রকোনার প্রতিটি গুরুত্বপূর্ন এলাকায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে।

নেত্রকোনা জেলা প্রশাসক কাজি আবদুর রহমান বলেন, দূর্গাপূজার সব ধরনের প্রস্ততি শেষ করছি। প্রশাসনের পক্ষ থেকে সব দিক থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

স্বজনপ্রীতি ও দুর্নীতি তদন্তে ইবিতে তথ্য চেয়ে নোটিশ

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি :কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্ঠপোষকতাকারীদের চিহ্নিতকরণে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এসকল সংক্রান্ত তথ্য অনুসন্ধানের নিমিত্তে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্ঠপোষকতাকারীদের […]

নরসিংদীতে পোশাককর্মীর পর এবার ৩ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

Share the post

Share the post আশিকুর রহমান, নরসিংদী :- নরসিংদীর বেলাবতে এক পোশাককর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের পর এবার রায়পুরা উপজেলায় ৩ সন্তানের জননী পঞ্চাশোর্ধ এক নারী ধর্ষণের অভিযোগ উঠেছে। পরপর এধরণের ঘটনায় জেলাজুড়ে আতংক ছড়িয়ে পড়ছে। তবে বেলাব এর ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছেন। আটককৃতরা হলেন, বেলাব উপজেলার মাটিয়াল পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন […]