আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙচুরকারীদের কয়েকজন গ্রেপ্তার
আশ্রয়ণ প্রকল্পের ঘর যারা ভেঙেছে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও করা হবে, বিচার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে একাদশ সংসদের ১৪তম অধিবেশনের ২০২১ সালের এ পর্যায়ের শেষ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা জানান প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, “এ প্রকল্পের যেখানে যেখানে ত্রুটি ধরা পড়েছে সেসবের কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে”।
এসময় দেশে করোনার টিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, “দেশে করোনা টিকার কোন সংকট নেই। ইতোমধ্যে ২৪ কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে। ক্রমান্বয়ে দেশের প্রতিটি নাগরিককে টিকা দেয়া হবে”।
এছাড়া চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ আছে কি না এ বিষয়ের সংসদ সদস্যদের আলোচনার প্রসঙ্গে টানেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, “সেখানে জিয়ার মরদেহ আছে এমন কোন প্রমাণ নেই। জিয়া মারা যাওয়ার কয়েকদিন পরে কারো বুদ্ধিতে একটি বাক্স এনে চন্দ্রিমা উদ্যানে কবর দেয়া হয়েছিলো। এ কফিনে জিয়ার মরদেহ আছে কি না এমন প্রশ্নের জবাবে জেনারেল এরশাদ বলেছিলেন, তার মরদেহ পাবো কোথায়”।