যশোর শার্শায় ১২ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক
জাহাঙ্গীর আলম (মুকুল),স্টাফ রিপোটার খুলনা: বাগ আঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মাদক বিরোধী অভিযানে ১২ বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক।যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম এর দিক-নির্দেশনা বাগ আঁচড়া তদন্ত কেন্দ্রের এ এসআই(নিঃ) ফিরোজ সঙ্গীয় ফোর্সসহ ১৪ই সেপ্টেম্বর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টা ৪৫ মিনিটে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে শার্শা থানাধীন বসতপুর ১নং কলোনির (রসুলপুর) হাবিবুর রহমানের মুদি দোকানের
সামনে পাকা রাস্তার উপর হতে ১২ বোতল মাদকদ্রব্য ফেনসিডিলসহ যশোর জেলার বেনাপোল থানাধীন অডয় বাস গ্রামের মোঃ সোহরাব হোসেনের ছেলে মোঃ তারিকুল ইসলাম আব্দুল্লাহ (১৯), নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।আটককৃত ব্যাক্তির বিরুদ্ধেএ এসআই ফিরোজ বাদি হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করেন।