চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ ঘটনার সূত্রপাত হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি পুলিশের সহযোগিতায় দুই গ্রুপকে শান্ত করেন। তাৎক্ষণিক আহত কারো নাম পরিচয় পাওয়া যায়নি।
বিবাদমান দু’গ্রুপ হচ্ছে- চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের বগিভিত্তিক গ্রুপ সিএফসি ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর সিক্সটি নাইন। এর মধ্যে সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, দু’গ্রুপের জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়েছে। কয়েকজন আহত আছেন। এখন পরিস্থিতি শান্ত।