স্কুল শিক্ষার্থীদের টিকার বিষয়ে সিদ্ধান্ত কাল
করোনা সংক্রমণ প্রতিরোধে স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক।
এছাড়া, অন্তঃসত্বা নারী ও স্তন্যদায়ী মায়েরা এসএমএস না পেলেও নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন বলে জানান তিনি। গর্ভবতী নারীদের টিকা নেয়ার আগে গর্ভধারণের প্রমাণ হিসেবে অবশ্যই এএনসি বা বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে হবে।
এদিকে কেন্দ্রগুলোতে টিকা নিয়ে ভোগান্তি কমলেও এখনো নিবন্ধনের পর এসএমএস আসছে দেরিতে। এতে টিকাগ্রহণকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
এদিকে স্বাস্থ অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, স্কুল শিক্ষার্থীদের টিকা দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তাদের টিকা দেয়া হবে কিনা সে বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হতে পারে। এসময় তিনি আরো জানান, আরও টিকা সরবরাহ করতে প্রস্তুত কোভ্যাক্স।প্রতিটি করোনা হাসপাতালে ডেঙ্গু রোগীদেরও চিকিৎসা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক।