নরসিংদীতে ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার
সোহাগ মিয়া, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলায় ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ।
শনিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ৩টা ৩০মিনিটে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার মিয়াপাড়া সাকিনস্থ বালুর মাঠের পূর্ব পাশে ডাকাতির প্রস্তুুতির সময় তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ গ্রেফতার অভিযান পরিচালনা করেন পলাশ থানা পুলিশের উপপরিদর্শক মো. আজাদ হোসেন। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন, ১. জালাল ২. হৃদয় ৩. রায়হান আলম। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পলাশ থানা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।