সহ- অভিনেতাদের মৃত্যুর মুখ থেকে বাচাঁলেন !

Share the post

জোয়া আখতার পরিচালিত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিটি নিয়ে এখনও সিনেপ্রেমীদের মধ্যে আলোচনার ঝড় ওঠে। হৃতিক রোশন, ফারহান আখতার ও অভয় দেওল অভিনীত ছবিটি আগামী জুলাই মাসে মুক্তির দশ বছর সম্পূর্ণ করতে চলেছে। কিন্তু এই ছবির সেটেও একটি মারাত্মক দুর্ঘটনার হাত থেকে বেঁচেছিল ইউনিট। উনিশ-বিশ হলেই ফারহান ও অভয়ের প্রাণ সংশয় হতে পারত। স্পেনে শ্যুটিং চলার সময় ঠিক কী ঘটেছিল?

সম্প্রতি জোয়ার প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই প্রসঙ্গে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে কথা বলছেন অভয়। অভিনেতা এই সম্ভাব্য দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘একটা দৃশ্যের শ্যুটিংয়ের আগে হৃতিক আমাকে আর ফারহানকে প্রায় খুন করতে চলেছিল!’ একটু খোলসা করা যাক। দর্শকদের হয়তো মনে আছে, ছবিতে স্পেনে তিন বন্ধু গাড়িতে ঘুরতে বেরিয়েছেন। ইতিমধ্যে পাহাড়ি রাস্তায় হৃতিককে অফিসের একটি ভিডিও কল রিসিভ করতে হয়। খাদের ধারে গাড়ি রেখে বনেটের উপর ভিডিও কলে কথা বলছিলেন হৃতিক। গাড়ি থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন বাকি দুই বন্ধু।

অভয় জানিয়েছেন, এই দৃশ্যের শ্যুটিংয়ের আগে হৃতিক গাড়ি চালাচ্ছিলেন। পাশে অভয় এবং পিছনের সিটে ফারহান বসে ছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে খাদের ধারে ঢালু জমিতে গাড়ি পার্ক করে গাড়ি থেকে নামলেন হৃতিক। পরক্ষণেই সেই গাড়ি খাদের দিকে গড়াতে শুরু করল। তৎক্ষণাৎ বুদ্ধি খাটিয়ে গাড়ির দরজা খুলে ব্রেক চিপে সে যাত্রায় কোনওরকমে দুই সহ- অভিনেতার প্রাণ রক্ষা করেছিলেন হৃতিক। কিন্তু ভয় পেয়ে ফারহান ততক্ষণে গাড়ি থেকে নেমে দৌড়তে শুরু করে দেন। এই ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রিয় তারকাদের অজানা কথা জানতে পেরে অনুরাগীরাও বেশ মজা পেয়েছেন। ভ্যাগিস হৃতিক গাড়িটা থামাতে পেরেছিলেন!

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যয়

Share the post

Share the postটলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যয় মারা গেছেন। বুধবার (২৩ মার্চ) দিবাগত রাত ১টা ১০ মিনিটে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৭ বছর। টলিউডের আরেক অভিনেতা ভরত কৌলর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় একটি রিয়েলিটি শো-তে অংশ নেন অভিষেক চট্টোপাধ্যয়। সেখানে হঠাৎ […]

ভিসা বাতিলের পরেও ঢাকায় সানি লিওনি!

Share the post

Share the postভিসা আবেদন বাতিলের ১ দিনের মধ্যে ঢাকায় নেমে ভি-চিহ্ণ দেখালেন বলিউড তারকা সানি লিওনি! শনিবার (১২ মার্চ) বিকাল ৫টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পা রাখেন। তাকে ঢাকায় বরণ করে নেন গান বাংলা টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। পরিচিত নাম বাদ দিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় […]