বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের মৃত্যুতে এমপি তৌফিকের শোক
আকিব হৃদয়, স্টাফ রিপোর্টারঃকিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কৃতি সন্তান সাবেক চট্টগ্রাম কাষ্টমস সুপারিন্টেন্ডেন্ট বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন আহাম্মেদ বাচ্চু’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা মো. মহিউদ্দিন, চাকরির পাশাপাশি সব সময় এলাকার মানুষের পাশে থেকে সেবামূলক কাজ ও উন্নয়ন কাজে অংশগ্রহণ করেছেন।
মহিউদ্দিন রবিবার (৬ জুন ) ভোর ৬টার দিকে মারা যান। মৃত্যুর আগে তিনি স্ত্রী ৬ পুত্র ২ কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার লাশঁকে চট্টগ্রামে দাফন করা হয়েছে।