বিশ্বকাপ সেরা একাদশের অধিনায়ক আকবর আলী

Share the post
আকবর আলী

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে বৃষ্টি আইনে ৩ উইকেটে জয় পায় টাইগার ‍যুবারা। ফাইনাল শেষে ইতোমধ্যে পুরো টুর্নামেন্টের সেরা একাদশ গঠন করেছে আইসিসি। যেখানে বাংলাদেশ অধিনায়ক আকবর আলীকে দলনেতা করার পাশাপাশি রাখা হয়েছে আরও দুই লাল-সুবজ তারকা।

বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার হলেন, দুই ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন। ফাইনাল খেলা ভারত ও বাংলাদেশের সর্বোচ্চ ৩ জন করে এই একাদশে আছেন। যেখানে টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়া ভারতীয় ওপেনার যশস্বী জয়সোয়ালও আছেন। এছাড়া আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের ২ জন করে ও শ্রীলঙ্কার একজন রয়েছেন। কানাডার আকিল কুমার দ্বাদশ ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন।

পাঁচ জনের একটি প্যানেল এই একাদশ গঠন করেছেন। ছিলেন টুর্নামেন্টের তিন ধারাভাষ্যকার ইয়ান বিশপ, রোহান গাভাস্কার ও নাটালিয়ে জার্মানোস। এদের সঙ্গে ছিলেন ইএসপিএন ক্রিকইনফোর করেসপন্ডেন্ট স্রেসথ শাহ ও আইসিসি প্রতিনিধি ম্যারি গডবিয়ার।

বিশ্বকাপের সেরা একাদশ: যশস্বী জয়সোয়াল – ৪০০ রান (ভারত), ইব্রাহিম জাদরান – ২৪০ রান (আফগানিস্তান), রবিন্দু রসন্থ – ২৮৬ রান (শ্রীলঙ্কা), মাহমুদুল হাসান – ১৮৪ রান (বাংলাদেশ), শাহাদাত হোসেন – ১৩১ রান (বাংলাদেশ), নিম ইয়ং – ১৪০ রান ও ৮ উইকেট (ওয়েস্ট ইন্ডিজ), আকবর আলী (উইকেটরক্ষক, অধিনায়ক) – ৬৯ রান, ৬ ডিসমিসাল (বাংলাদেশ), শফিকুল্লাহ ঘাফারি – ১৬ উইকেট (আফগানিস্তান), রবি বিষ্ণয় – ১৭ উইকেট (ভারত), কার্তিক ত্যাগি – ১১ উইকেট (ভারত), জেডেন সিলস – ১০ উইকেট (ওয়েস্ট ইন্ডিজ)। দ্বাদশ খেলোয়াড়: আকিল কুমার – ১৬ উইকেট (কানাডা)।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, সর্বোচ্চ বেতন তাসকিনের

Share the post

Share the post ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ বেতন মাসিক দশ লাখ টাকা পাবেন তাসকিন আহমেদ। চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ চুক্তিতে ২২ জন ক্রিকেটারের বেতন পাঁচটি গ্রেডে নির্ধারণ করা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের অনুরোধের প্রেক্ষিতে ২০২৫ সালের মার্চ থেকে তাকে আর চুক্তিতে রাখছে না বিসিবি। […]

দুবাইকে হোম ভেন্যু বানিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

Share the post

Share the post চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। তাই বাধ্য হয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে হয়েছে পিসিবিকে। যেখানে ভারতের জন্য ভেন্যু নির্ধারণ করা হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর এই ভেন্যুকেই ঘরের মাঠ বানিয়েছে ভারত। টানা পাঁচ ম্যাচ একই মাঠে খেলার সুযোগ পেয়েছে তারা, যে সুবিধা পায়নি আয়োজক পাকিস্তানও।     […]