বরিশালে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে

শাওন অরন্য (বরিশাল প্রতিনিধী): বরিশালের মাধবপাশায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, স্বরুপকাঠীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল টু স্বরুপকাঠী সড়কে আজ মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিটে মাধবপাশা নামক জায়গায় স্টীলের বেইলি ব্রিজের উপর পাথর বোঝাই ট্রাক উঠলে বেইলি ব্রিজটি ভেঙে ট্রাকসহ খালের পানিতে পড়ে যায়। এর ফলে বরিশালের সাথে বানারীপাড়া, স্বরূপকাঠীর যোগাযোগ স্ম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেইলি ব্রিজটি অনেক পুড়াতন হওয়ায় ট্রাকের ওজন বহন করতে পারেনি। আর তাছাড়া পাথর বোঝাই থাকার কারনে ট্রাকের ওজন ও ছিল অনেক বেশি, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে। তবে বরিশালের সাথে বানারীপাড়া, স্বরূপকাঠীর যোগাযোগ স্ম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ।
