নগরীতে উচ্চমাত্রার শব্দের ব্যবহারে সিএমপির নিষেধাজ্ঞা

Share the post

চট্টগ্রাম মহানগরীর সকল স্থানে উচ্চমাত্রার শব্দ উৎপাদনকারী যন্ত্র বন্ধের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রহমান। সোমবার (১০ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,শব্দদূষণ স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং উচ্চমাত্রার শব্দ কানের ক্ষতিসাধন ও বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করে। দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার শব্দ ক্ষতিকর প্রভাব ফেলে।  

ফলে,১৯৭৮ সালের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ৩৩ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে  চট্টগ্রামে শব্দদূষণ ও জনদুর্ভোগ রোধকল্পে মহানগরীর সকল স্থানে ও যানবাহনে সকল প্রকার উচ্চমাত্রার শব্দ উৎপাদনকারী যন্ত্রের ব্যবহার নিষেধাজ্ঞা জারি করেন সিএমপি কমিশনার।

উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও অন্যান্য কতিপয় রোগের ক্ষেত্রে উচ্চমাত্রার শব্দ ভীষণ ক্ষতিকর উল্ল্যেখ করে কমিশনার বলেন,দীর্ঘ সময় ধরে উচ্চমাত্রার শব্দ ক্ষতিকর প্রভাব ফেলে।

তিনি বলেন, শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিগণ এর দ্বারা বেশী ক্ষতিগ্রস্ত হন। উচ্চমাত্রার শব্দ একদিকে যেমন দূষণ তেমনি জনদুর্ভোগের কারণ।

ওই বিজ্ঞপ্তিতে কমিশনার যেসব যন্ত্রের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন সে-সব হলো-,

বাদ্যযন্ত্রের সাহায্যে গান-বাজনা ও অন্যান্য শব্দের শক্তি বৃদ্ধি করার জন্য মাইক্রোফোন। উচ্চ শব্দ বা অন্য কোনো যন্ত্রের ব্যবহার। অন্য যে কোনও প্রক্রিয়ায় উচ্চ শব্দ উৎপাদন করা ও ব্যবসায় বা নির্মাণ কাজের সময় বিকট শব্দ উৎপন্ন হয়।

এ ছাড়াও বিনা কারণে হর্ণ বাজানো, উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ণের ব্যবহার ও রেসিং কার এবং মোটরসাইকেল চালানো ইত্যাদি নিষিদ্ধ ঘোষনা করেন।  

তবে, ধর্মীয় অনুষ্ঠানে শব্দযন্ত্র এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্সে সাইরেনের ব্যবহার এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানান সিএমপি কমিশনার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]