মাধবপুরে ন্যায্য দাম না পেয়ে টমেটো নদীতে ফেলে দিচ্ছেন কৃষকরা, বাম্পার ফলন হলেও দাম না পেয়ে হতাশ কৃষকরা।

Share the post

মোঃজাকির হোসেন,হবিগঞ্জ প্রতিনিধি,হবিগঞ্জের: মাধবপুরে টমেটোর বাম্পার ফলন হলেও দাম না পেয়ে চাষিরা বিপাকে পড়েছেন। প্রতি কেজি টমেটো এখন ১ টাকা থেকে ২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ক্ষেতের টমেটো এখন ক্ষেতেই নষ্ট হচ্ছে। বাজারে টমেটো বিক্রি করতে এসে অনেক কৃষক দাম না পেয়ে এগুলো ফেলে দিচ্ছেন। সরেজমিনে উপজেলার চৌমুহনী বাজারে গিয়ে দেখা যায় টমেটো বিক্রি করতে এসে অনেক কৃষক দাম না পেয়ে এগুলো ফেলে দিচ্ছেন স্থানীয় সোনাই নদীতে ও বিভিন্ন স্থানে। প্রতি একর জমিতে টমেটো চাষ করতে ওই এলাকার কৃষকদের প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়। আবাদের লক্ষ্যমাত্রা অতিক্রম করে বিশাল এলাকায় টমেটোর চাষ ও অধিক উৎপাদনের ফলে ন্যায্য দাম পাচ্ছে না কৃষকরা। মৌসুমের শুরুতে শতাধিক কৃষক টমেটো বিক্রি করে লাখপতি হয়ে ভাগ্য বদল করলেও বর্তমানে কৃষকদের লোকসান গুনতে হচ্ছে।

বর্তমানে মাধবপুরের ধর্মঘর, চৌমুহনী, মনতলা, জগদীশপুরসহ প্রায় সবগুলো বাজারেই প্রতি মণ টমেটো বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০’ টাকা। জমি থেকে টমেটো উত্তোলনের পয়সাও সংগ্রহ করতে পারছে না কৃষকরা। উৎপাদন খরচ তো দূরের কথা। আবার কোনো কোনো কৃষক বাজারে নিয়ে আসার পরে জমা খরচের পয়সা দেয়ার ভয়ে টমেটো ফেলে চুপিসারে চলে যাওয়ার আলামতও দেখা গেছে। এছাড়া জমিতেই পচে নষ্ট হচ্ছে শত শত মণ টমেটো। মৌসুমের শুরুতে ওই এলাকায় টমেটোর চাষিরা প্রতি কেজি টমেটো ১শ’ থেকে ১২০ টাকায় বিক্রি করলেও বর্তমানে ৫০’ থেকে ৭০’ করে মন প্রতি টমেটো বিক্রি হচ্ছে।

টমেটো চাষি রাজনগর গ্রামের কৃষক সবুজ মিয়া জানান, অনেক কৃষক স্বাবলম্বী হওয়ার আশায় ঋণ করে টাকা এনে টমেটোর চাষ করেছেন। কিন্তু বর্তমানের গরু ও সামান্য স্বর্ণালঙ্কার বিক্রয় করে ঋণ পরিশোধ করছেন। মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আল মামুন জানান, মাধবপুরে টমেটো আবাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে টমেটো। মৌসুমের শুরুতে টমেটোর দাম বেশ চড়া ছিল। বর্তমানে টমেটোর দাম কমে যাওয়ায় টমেটো চাষিরা কিছুটা লোকসানের মধ্যে পড়েছে। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় টমেটোর বাম্পার ফলন হলেও দাম না পেয়ে কৃষকরা হতাশ হয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটির’র দোয়া ও ইফতার মাহফিল সম্পর্ণ

Share the post

Share the postরিপোর্টার মোঃ রুবেলের তোলার চিত্রতে  নগরীর দক্ষিণ কাট্টলী ১১ নং ওর্য়াডের সনামধন্য শিক্ষা প্রতিষ্টান চিটাগাং শাহ স্কুল এন্ড বি এম কলেজে সার্বজনীন মানব কল্যানে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি সংগঠনটির সকল রক্তদাতা, রক্তগ্রহীতা, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের সহ সকল শ্রেনী পেশার মানুষেদের নিয়ে সম্পুর্ণ করেন এই বছরের দোয়া ও ইফতার মাহফিলটি। এতে […]

স্বজনপ্রীতি ও দুর্নীতি তদন্তে ইবিতে তথ্য চেয়ে নোটিশ

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি :কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্ঠপোষকতাকারীদের চিহ্নিতকরণে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এসকল সংক্রান্ত তথ্য অনুসন্ধানের নিমিত্তে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্ঠপোষকতাকারীদের […]