সন্দ্বীপের ৭ দফা দাবির পক্ষে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত।

Share the post

মোঃ ফায়েল খান (সন্দ্বীপ প্রতিনিধি): সন্দ্বীপ নদী সিকস্তি পুর্নবাসন সমিতি কর্তৃক আয়োজিত সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম,নাগরিক উদ্যোগ ও কোস্টাল ল্যান্ড কোলিশন এর সহযোগীতায় সন্দ্বীপের ৭ দফা দাবির উপর সচেতনামূলক সেমিনার আজ ২৪ ফেব্রুয়ারি ২০২১ ইং রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় হুমায়ুন তালুকদার একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয়। কবি মোস্তফা হায়দারের সঞ্চালনায় ও মাওলানা ফখরুল ইসলামের কোরআন তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সন্দ্বীপ ডেভেলপমেন্ট এর নির্বহী প্রধান ও ডাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক ছাত্রনেতা জ্বনাব নুরুর আকতারের সভাপতিত্বে শুরুতে সংগঠনের কেন্দ্রিয় নির্বাহী সদস্য আজমত আলী বাহাদুর সন্দ্বীপ বাসীর পক্ষে ৭ দফা দাবি পড়ে শোনান।

অতিথির মধ্যে বক্তব্য দেন সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক মাইনুর রহমান, নাগরিক উদ্যোগ এর নির্বাহী পরিচালক জ্বনাব জাকির হোসেন, উন্নয়ন গবেষক জ্বনার আমীনুর রসুল বাবুল, কালাপানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী বায়রন, সন্দ্বীপ নদি সিকস্তি পুর্নবাসন সমিতির সদস্য সচিব জ্বনাব মনিরুল হুদা বাবন ও সংগঠনের নির্বাহী সদস্য বিশিষ্টা আজমত আলী বাহাদুর,একে এম হুমায়ুন কবির চৌধুরী মাসুক, সিরাজুল ইসলাম চৌধুরী, সংগঠনের সন্দ্বীপ ইউনিয়ন থেকে মতবিনিময় পেশ করেন আজিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষুপদ রায়,

উড়িরচর প্রতিনিধি হোসেন মাঝি, গাছুয়া প্রতিনিধি মাষ্টার মিলাদ হোসেন,মগধারা ইউনিয়ন প্রতিনিধি ইসমাঈল হোসেন, হারামিয়া ইউনিয়ন প্রতিনিধি কবি শামসুল আহসান খোকন, আজিমপুর ইউনিয়নের প্রতিনিধি আবুল কাশেম শিপ্লী সহ প্রমুখ। উক্ত সংগঠনে উপস্থিত ছিলেন চ্যানেল২১ টিভির সাংবাদিক ফায়েল খান, সন্দ্বীপ সংযোগ প্রতিনিধি ফছিহুল আলম ও ক্যামরা ম্যান জাহেদ সহ আরো অনেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

“পিতাকে খুন করে ৯৯৯ ফোন,কন্যার নিজের আত্নসমর্পণ”

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : ঢাকার সাভারে উপজেলায় পিতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটছে। এ ঘটনায় ঘাতক মেয়ে নিজে ৯৯৯ কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (৮মে) ভোরে সাভারের মজিদপুর কাঠালবাগান এলাকায় আ: কাদেরের ভাড়া বাড়ির একটি ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ […]

ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান, সংহতি শিক্ষকদের

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের একদফা দাবিতে চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ৷ এছাড়াও আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচি হিসেবে শুক্রবার অনুষ্ঠিতব্য বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করেন৷ পদত্যাগের দাবি মেনে নেওয়া না হলে […]