লালমোহনে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড

Share the post

মোঃ সামিরুজ্জামান , ভোলা (বরিশাল) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে বিশেষ অভিযান চালিয়ে ৯টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে সরকারের জারি করা ৫৮ দিনের সাময়িক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা কার্যকর করতে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সব ধরনের মৎস্য নৌযান দিয়ে যেকোনো প্রজাতির মাছ আহরণ নিষিদ্ধ থাকে, যা সামুদ্রিক মৎস্য সংরক্ষণ ও সুষ্ঠু প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার (অপারেশন) রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ এপ্রিল শনিবার দুপুর ৩টা থেকে ২০ এপ্রিল রবিবার দুপুর ১২টা পর্যন্ত একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ভোলা কোস্ট গার্ড বেইস ও লালমোহন আউটপোস্টের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয় লালমোহন উপজেলার গজারিয়ার খালের মাথা সংলগ্ন তেতুঁলিয়া নদীতে।

অভিযান চলাকালে বৈধ কাগজপত্র ও জীবনরক্ষাকারী সরঞ্জামের অনুপস্থিতির কারণে ৯টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোটগুলোর নাম হচ্ছে—এফবি মায়ের আর্শিবাদ-২, এফবি মায়ের আর্শিবাদ-৩, এফবি মা বাবার দোয়া, এফবি ভাই ভাই, এফবি নবীপুর, এফবি নবীপুর-২, এফবি নবীপুর-৩, এফবি শীতারাম, এবং এফবি শীতারাম-১।

জব্দকৃত ট্রলিং বোটগুলো পরবর্তীতে ভোলা জেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মেরিন কোর্টে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহলের মাধ্যমে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে চলেছে। কোস্ট গার্ডের আওতাধীন এলাকায় মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভোলায় পরীক্ষামূলক মুক্তা চাষে সাফল্য, সম্ভাবনার নতুন দিগন্তের সূচনা

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান প্রতিনিধি, চ্যানেলে ২১, ভোলা: ভোলার ভেলুমিয়া ইউনিয়নের চর গাজী গ্রামে ঝিনুকে মুক্তা চাষে সাফল্য দেখিয়েছে গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)। রূপকথার মতো মনে হলেও বাস্তবে পরীক্ষামূলক এই উদ্যোগ ইতোমধ্যে সম্ভাবনার হাতছানি দিচ্ছে। ভেলুমিয়া ইউনিয়নের জিজেইউএস এর কৃষি খামারে প্রাকৃতিক পদ্ধতিতেএকটি পুকুরে মুক্তা চাষ শুরু করে ২০২৪ সালের সেপ্টেম্বরে। যশোর থেকে সংগ্রহ করা […]

দুর্বৃত্তের দেওয়া আগুনে কম্বাইন হারভেস্টার ৩২ লক্ষ টাকার গাড়ি পুড়ে ছাই

Share the post

Share the postমো:রাশেদ খান, ভোলা:দুর্ভিত্তের দেওয়া আগুনে কম্পন হারভেস্টার ৩২ লক্ষ টাকা গাড়ি পুড়ে সাই।আজ ২৫ শে এপ্রিল শুক্রবার গভীর রাতে চরপাতা ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে , অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে, স্থানীয় সূত্রে, জানা যায় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে গভীর রাতে পালিয়ে যায় সকালবেলা কৃষকেরা দেখে দুর্বৃত্তের দেওয়া আগুনের লেলিহানে গাড়িটি পুড়ে যায় এবং গাড়িটির ইঞ্জিন বাস্ট […]