বিশ্ববিদ্যালয়ের ৩৫০ কর্মচারীকে ঈদ উপহার দিল জবি শিবির

Share the post
মোঃ হৃদয়, জবি প্রতিনিধি, :মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসের ৩৫০ জন কর্মচারীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে।
বুধবার (২৬ মার্চ) দুপুরে শহীদ সাজিদ ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহারের প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, শেমাই, দুধ, চিনি ও নুডলস।
জবি শাখা ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিম্নবেতনভুক্ত কর্মচারীরা সংসার চালাতে হিমশিম খান। ঈদ তাদের জন্যও আনন্দের সময়, তাই আমরা চাই এই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে।”
সংগঠনের সভাপতি আসাদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের নৈশপ্রহরী ও অন্যান্য কর্মচারীরা সীমিত বেতনে কাজ করেন। আমরা প্রতি বছর তাদের জন্য ঈদ উপহার, শীতবস্ত্র ও কুরবানির গোশত বিতরণ করে আসছি। তবে এবার প্রথমবারের মতো নিরবচ্ছিন্নভাবে এ কার্যক্রম চালানো সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, প্রথমে ৩০০ জনের জন্য আয়োজন করা হলেও চাহিদা বাড়ায় পরবর্তীতে আরও ৫২টি প্যাকেট যোগ করা হয়। গত বছর বিতরণের পর কিছু কর্মচারীকে জবাবদিহির মুখোমুখি হতে হয়েছিল, তবে এবার এমন কোনো বাধার সম্মুখীন হয়নি বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

পথশিশু ও গৃহহীনদের নিয়ে জবি হিউম্যান রাইটস সোসাইটির ইফতার 

Share the post

Share the postমোঃ হৃদয়, জবি প্রতিবেদক:পথশিশু ও গৃহহীন মানুষদের নিয়ে ইফতার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি। শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভাষ্কর্য চত্বরে প্রায় অর্ধশতাধিক পথশিশু ও গৃহহীন মানুষের সঙ্গে ইফতার করেন সংগঠনের সদস্যরা। এ আয়োজনে ভিক্টোরিয়া পার্ক ও সদরঘাট এলাকা থেকে পথশিশু ও গৃহহীনদের ক্যাম্পাসে আনা হয়। হিউম্যান রাইটস সোসাইটির দপ্তর সম্পাদক […]

জবিতে গণতান্ত্রিক ছাত্রসংসদের আয়োজনে গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share the post

Share the post মোঃ হৃদয়, জবি প্রতিবেদক :জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের নিয়ে গণ ইফতার আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত হয় ইফতার মাহফিলটি। জানা যায়, প্রায় দেড় হাজার শিক্ষার্থীর জন্য এই আয়োজনটি করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। আয়োজনের পেছনে ছিলেন সংগঠনটির […]