

আলিফুল ইসলাম আলিফ – সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত বরিশাল শিক্ষার্থীদের সংগঠন বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে হিসাববিজ্ঞান বিভাগের (২০১৭-২০১৮) সেশনের শিক্ষার্থী মোহাম্মদ ইমনকে সভাপতি, সমাজকর্ম বিভাগের (২০১৯-২০২০) সেশনের শিক্ষার্থী মোঃ জাকারিয়াকে সাধারণ সম্পাদক এবং সমাজকর্ম বিভাগের (২০২২-২০২৩) সেশনের শিক্ষার্থী মোঃ শাহরিয়ার আজিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
শনিবার (২২ মার্চ ) সংগঠনের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর স্বাক্ষরিত ৬০ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। সংগঠনটির প্রধান উপদেষ্টা হলেন শাকিল আহমেদ সেতু এবং অন্যান্য উপদেষ্টারা হলেন মোঃ মামুন মিয়া ওভি এবং জি এম রাকিব খান।
সংগঠনের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইমন তার অনুভূতি ব্যক্ত করে বলেন , ” উপদেষ্টামন্ডলী যারা আমাকে এতবড় দায়িত্ব পালনের যোগ্য ও উপযুক্ত মনে করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দায়িত্ব মানে ক্ষমতা নয়, আমি মনে করি দায়িত্ব মানে আমানত, দায়িত্ব মানে দায়বদ্ধতা। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। বরিশাল জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করার চেষ্টা করবো। পাশাপাশি সদস্যদের বিভিন্ন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সমিতির পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করবো। সকলের সহযোগিতা কামনা করছি।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া বলেন, ” কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজস্থ বরিশাল জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলী সহ সকল সদস্যকে আমায় নতুন কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য, পাশাপাশি পুষ্পিত শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সকলকে। আশা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের পরিষদ হবে সম্পূর্ণ অরাজনৈতিক, কল্যাণমূলক ও শিক্ষার্থীবান্ধব যেখানে আমাদের ভাই-বোনরা স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে পরস্পরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবে। নতুন কমিটির কার্যক্রম বাস্তবায়ন করতে সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।
উল্লেখ্য, কলেজে বরিশাল জেলার শিক্ষার্থীদের যাবতীয় সহযোগিতা ছাড়াও বরিশাল জেলা ছাত্রকল্যাণ সমিতি কলেজে ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে।