কর্মপ্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শিল্প গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হল এ ১৭ জুন ২০২২ শুক্রবার বিকালে কর্মপ্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও শিল্প গুণীজন সংবর্ধনা ২০২২ অনুষ্ঠান সংগঠনের সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুর রহমান এর সভাপতিত্বে, প্রকৌশলী মির্জা মোঃ রবিউল হোসেন নয়ন এর সঞ্চালনায় এবং প্রকৌশলী মান্না দে এর সূচনা বক্তব্যে শুরু হয় ।
সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু সালেহ্ বাপ্পী সহ ৭১ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কর্মপ্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে দীর্ঘ বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন খোকা, কেন্দ্রীয় আইডিইবি’র সহ-সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক, চট্টগ্রাম জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ জসীম উদ্দিন, বিশেষ অতিথি ও সংবর্ধিত গুনীজন সাবেক অধ্যক্ষ প্রকৌশলী মোঃ নূরুল কবীর, সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী দেওয়ান মাকসুদ আহমেদ প্রমূখ।
এছাড়াও বক্তব্য উপস্থাপন করেন কর্মপ্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশন চট্টগ্রামের সহ-সভাপতি প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, সহ-সভাপতি প্রকৌশলী ফয়সাল ফরিদ চৌধুরী, অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী ফরহাদুল আলম সানি এবং নব-নির্বাচিত সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু সালেহ্ বাপ্পী প্রমূখ।
অনুষ্ঠানে মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী’র মাধ্যমে গুণীজন হিসেবে অধ্যক্ষ প্রকৌশলী মোঃ নূরুল কবীরকে এবং ২টি স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান হিসেবে “এফ এম সি ডক ইয়ার্ড” ও “মোস্তফা হাকিম গ্রুপ” কে সম্মাননা স্বারকে সংবর্ধিত করা হয়।
এছাড়াও অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিইবি কেনিক ও জেনিক কর্মকর্তাবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, সংস্থা সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ সদস্য প্রকৌশলীবৃন্দ।