৪ দফা দাবিতে মানিকছড়িতে শিক্ষকদের মানববন্ধন

Share the post
খাগড়াছড়ি প্রতিনিধি: বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ চার দফা দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল ও মাদ্রাসার দেড়শতাধিক শিক্ষক। এসময় ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে নানা দাবি উপস্থাপন করেন শিক্ষকরা।
মানববন্ধনে উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.কে আজাদ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মেদ, দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিনসহ বিভিন্ন বেসরকারি স্কুল প্রধানগণ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, ‘প্রত্যেক উপজেলায় একটি করে মাধ্যমিক স্কুলকে জাতীয়করণ করে বাংলাদেশের শিক্ষার গুনগতমান বৃদ্ধি সম্ভব নয়। তাই বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। শিক্ষা সংস্কার কমিশন দ্রুতই গঠন করতে হবে এবং উপজেলা, জেলা, অঞ্চল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় ৩১ বছর শিক্ষা প্রশাসনে কাজের দক্ষতাসম্পন্ন ৬ষ্ঠ গ্রেডভুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদোন্নতি ও পদায়ন করতে হবে। এছাড়াও শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা অভিজ্ঞ ও প্রশিক্ষিত জনবল রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে অসমাপ্ত কাজ দ্রুত সম্পূর্ণ করার জোর দাবী জানান বক্তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া কাছে সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছেন শিক্ষকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মানিকছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালন

Share the post

Share the postআলমগীর হোসেন,খাগড়াছড়িঃ অধিকার, সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই স্লোগানে নানা আয়োজনে মানিকছড়িতে নারী দিবস পালিত হয়েছে।শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয় নারী দিবসের আলোচনা সভা। আলোচনা সমালোচনায় সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ কামরুল আলম, সভায় প্রধান অতিথি ছিলেন,মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, […]

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মানিকছড়িতে নব কমিটি পরিচিতি ও আলোচনা সভা

Share the post

Share the postআলমগীর হোসেন, (খাগড়াছড়ি)  প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলায় শাখা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ নব কমিটি পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২ টায় মানিকছড়ি টাউন হলে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,  নব কমিটি বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মানিকছড়ি শাখা সাধারণ সম্পাদক আম্যে মগ। উক্ত আলোচনা সভায়  নব কমিটি সহ সভাপতি আব্রে মারমা […]