১ টাকায় মাস্ক কিনলেই সবজি ফ্রি
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে ভিন্নধর্মী বিভিন্ন উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়ান সাবেক ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপু। তিনি নিজ উদ্যোগে চট্টগ্রামে চালু করেন ফ্রি সবজি বাজার, ফ্রি মুদির বাজার, ফ্রি শিশু মার্কেট, ফ্রি পুষ্টি গাড়ি ও করোনাকালীন দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ফ্রি হোম ডাক্তার সেবা।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সার্বিক দিকনির্দেশায় ‘আপনজন সুপার স্টোর’ এর কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন উদ্যোক্তা তোসাদ্দেক নূর চৌধুরী তপু।
তিনি বাংলানিউজকে বলেন, শিক্ষা উপমন্ত্রীর পক্ষ থেকে চলমান লকডাউনে যে কোনও শ্রেণি-পেশার মানুষ আপনজন সুপার স্টোর থেকে নিজেদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সাধারণ মানুষের জন্য চিকিৎসার পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। রোববার (১আগস্ট) ৩০০ দরিদ্র পরিবার ‘আপনজন সুপার স্টোর’ থেকে মুদি পণ্য পেয়েছেন।