

সোহেল খান দূর্জয়,নেত্রকোণা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগ নেত্রকোণা সদর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সন্মেলন ১ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ ১৮ বছর পর সদর উপজেলা ও ২৮ বছর পর পৌর শাখার সম্মেলন অনুষ্ঠানের খবরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং চলছে সন্মেলনের প্রস্তুতি।
জেলা শহরের মোক্তারপাড়া মাঠে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা.দিপু মনি। সন্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান। প্রধান বক্তা সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, মি রেমন্ড আরেং, কেন্দ্রীয় যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল প্রমূখ।
সন্মেলনকে কেন্দ্র করে মোক্তারপাড়া মাঠে সোমবার সকাল থেকে নেতাকর্মীদের ব্যাপক আনাগোনা লক্ষ করা গেছে। সন্মেলন মঞ্চ কেন্দ্রস্থলের চারিদিকে ছেয়ে গেছে সভাপতি ও সম্পাদক প্রার্থীদের ব্যানার ও ফেষ্টুন।
সোমবার দুপুরে সন্মেলন মঞ্চের প্রস্তুতি পর্যবেক্ষন করেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি,সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়সহ জেলা,থানা ও পৌর আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ।