হ্যালো চিটাগাং আয়োজিত ‘বেস্ট অব চিটাগাং এওয়ার্ড ২০২০’

Share the post

Image may contain: 6 people, people smiling, people standing

হ্যালো চিটাগাং আয়োজিত ‘বেস্ট অব চিটাগাং এওয়ার্ড ২০২০’ পেলেন যারা. বন্দরনগরী চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো এক্সপ্রেসমল প্রেজেন্টস ‘বেস্ট অব চিটাগাং এওয়ার্ড ২০২০’ অর্জন করেছে চট্টগ্রামের ১৬ জন ব্যাক্তি, সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। এছাড়া দুইজন সফল ব্যাক্তিত্বকে প্রদান করা হয় লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড এবং সফল উদ্যোক্তা এওয়ার্ড। গত রোববার (২ ফেব্রুয়ারী) চট্টগ্রাম ক্লাবের ব্যাংকুইট হলে জমকালো এক্সক্লুসিভ সেলিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে এই এওয়ার্ড প্রদান করা হয়।
যেসব ব্যাক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিত এওয়ার্ড পেলেন তারা হলেন-
সফল বাণিজ্যিক ও সামাজিক ব্যাক্তিত্ব হিসেবে লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড গ্রহন করেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম আবু তৈয়ব। তরুন সফল উদ্যোক্তা হিসেব বেস্ট এন্টাপ্রেণার এওয়ার্ড গ্রহন করেন সৈয়দ রুম্মান আহাম্মেদ।

Image may contain: 5 people, including Rumman Ahmed, people smiling, people standing and indoor


বেস্ট সোস্যাল অর্গানাইজেশ (ব্লাড), সিটিজি ব্লাড ব্যাংক, বেস্ট সোস্যল অর্গানাইজেশন (সোস্যল) এক টাকার শিক্ষা, বেস্ট ক্যাফে সেইন্টস ক্যাফে, বেস্ট রেস্টুরেন্ট দাওয়া, বেস্ট ব্রডবেন্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ক্লাউডওয়ান, বেস্ট ইয়াং ফ্যাশন ডিজাইনার মশিউর রহমান নিহাল, বেস্ট কনটেন্ট ক্রিয়েটর দিহান চৌধুরী, বেস্ট ডিজে সিটিসি বান্টি, বেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম (ওয়েডিং) ক্রিয়েটিভ হাউস, বেস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম (কর্পোরেট) পিটুপি কমিউনিকেশন, বেস্ট ওয়েডিং ফটোগ্রাফি ফার্ম আর্টল্যান্ড, বেস্ট ফেসবুক পেইজ চিটায়ঙ্গে বুলেট, বেস্ট লেডিস বিউটি পার্লার আর্ট এন্ড বিউটি সেলুন বাই আলিফা নুর, বেস্ট মেহেদি আর্টিস্ট মেহেদি আর্ট বাই জিনিয়া, বেস্ট হোমমেড কেক বেকার সুমাইয়া ড্রিম বেক, বেস্ট গার্লস গ্রুপ ওমেন্স পাওয়ার (নারী শক্তি)।

Image may contain: 6 people, people smiling, people standing and suit


এছাড়া অনুষ্ঠানে মিস্টার বাংলাদেশ খেতাব প্রাপ্ত মেহেদি হাসান ফাহিমকে বিশেষ সংবর্ধনা জানানো হয়।
মাসব্যাপী ফেসবুক ভোটিং এবং জুরি প্যানেলের বিচার প্রক্রিয়ার মাধ্যমে উল্লেখিত ব্যাক্তি ও প্রতিষ্ঠানসমূহকে বেস্ট অব চিটাগাং এওয়ার্ড প্রদান করা হয়। হ্যালো চিটাগাং-এর প্রতিষ্ঠাতা রিয়াদ খানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া নগরীর ভিন্নধর্মী আয়োজন সম্পন্ন হয় নানা বর্ণিল আনুষ্ঠানিকতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে। অনুষ্ঠানে ডান্স পারফর্ম করে রিয়াংকা দাশ, রবিউল এবং তার দল। হিপহপ ডান্স পরিবেশন করে ওটু ডান্স গ্রুপ।

Image may contain: 2 people, people smiling, people standing and suit


আয়োজনে পাওয়ার্ড বাই স্পন্সর ছিলো হ্যালো লন্ড্রি, এসোসিয়েট পার্টনার হিসেবে ছিলো ইমপেরিয়াল হসপিটাল লিঃ, আলোজ্জা, মামসা, নিউ রেডিও ভয়েস। ইভেন্ট পার্টনার ছিলো জায়ান্ট কনসেপ্ট। অর্গানাইজড বাই হ্যালো চিটাগাং।
আয়োজনে চট্টগ্রাম মহানগরীর কর্পোরেট, বাণিজ্যিক ও মিডিয়া অঙ্গনের মান্যগণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন

Image may contain: 7 people, including Reyad Khan, people standing

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ রাউজান এর ধর্ষণবিরোধী মশাল মিছিল

Share the post

Share the postমিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : lkসাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংগঠিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াও এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান। গত মঙ্গলবার, ১১ মার্চ রাতে রাউজান পৌরসভার গহিরা চত্বর থেকে মশাল মিছিল […]

চট্টগ্রামে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী

Share the post

Share the postচট্টগ্রাম: চট্টগ্রামে গুরুদায়িত্ব কাঁধে নিয়ে প্রশাসন সামলাচ্ছেন ১৯ নারী। যারা নিজ নিজ দপ্তরে কেউ অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন।২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) পদে দায়িত্ব পালন করছেন শারমিন জাহান। বিভাগের ১১ জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সামিল রেখেছেন।প্রশাসন ক্যাডারের ২১তম […]