হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে সাবধানতা
এই ভদ্র মহিলা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে রান্না করতে গিয়েছিলেন।
হ্যান্ড স্যানিটাইজার/হ্যান্ড রাব/হ্যান্ড স্যানিটাইজিং/হ্যাক্সাসল জাতীয় লোশন ইতাদিতে এলকোহল বিদ্যমান, যা কিনা ব্যাকটেরিয়া ধ্বংস করে। এই এলকোহল-ই কিন্তু প্রচন্ড দাহ্য, অর্থাৎ আগুনের হালকা আঁচ থেকেই আগুন ধরে যায়।
এমন স্থবিরবস্থায় এমন দূর্ঘটনার ভোগান্তি অনেক।