হার্টথ্রব নায়িকা দীপিকা পাডুকোন হলিউড মুভি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে’র জন্য নির্বাচিত
বিনোদন ডেস্ক : হলিউড মুভি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে’র পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনে। প্রযুক্তিভিত্তিক অ্যাকশানধর্মী মুভি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর সপ্তম সিক্যুয়ালের জন্য সম্প্রতি অডিশন দিয়েছিলেন বলিউড মাতানো দীপিকা পা্ডুকোন, কঙ্গনা রানাওয়াত এবং চিত্রাঙ্গদা সিং।
শেষ পর্যন্ত এদের মধ্যে পরিচালক দীপিকাকেই বেছে নিলেন। ছবিটির পরবর্তী সিক্যুয়ালে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন দীপিকা। এছাড়াও ছবিতে হলিউড কাপানো ভ্যান ডিজেল, জ্যাসন স্টাটহাম ও ডুয়াইন জনসন’তো থাকছেনই। দীপিকার চুক্তিপত্রের কাজ শেষ হওয়ার পথে এবং চুক্তি অনুযায়ী ৬ মাসের জন্য তিনি এ ছবির অংশ হিসাবে কাজ করবেন। দীপিকা বর্তমানে দুবাইয়ে আছেন,শাহরুখ খানের সাথে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির শুটিং এ ব্যস্ত ।
বলিউড মাতানো দীপিকা এবার ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ দিয়ে হলিউডও মাত করছেন কি না এখন শুধু তাই দেখার অপেক্ষা।