হবিগঞ্জে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুল্লারাই
এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে মো: সিরাজুল ইসলাম চৌধুরী এক ব্যক্তিকে বিশ হাজারটাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার রাত ১১টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অর্থদন্ড করেন।
জানা যায়- দীর্ঘদিন ধরে নবীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে ফসলি জমির মাটি কেটে মাটি বিক্রি করে আসছে একাধিক চক্র। গত শুক্রবার ৭ মার্চ রাতে নবীগঞ্জ সদর ইউনিয়নের ফায়ার সার্ভিস স্টেশন (সরিষপুর) এলাকা থেকে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে মার্টি বোঝাই ট্রাক ও ট্রাক্টর নবীগঞ্জ শহর দিয়ে যাতায়াত করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ ওইদিন রাতে ট্রাক ও ট্রাক্টর আটক করে। গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল
আমিনের নেতৃত্বে একদল পুলিশ ও আনসার সদস্য মাটি কাটায় জড়িতদের ধরতে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জড়িতরা পালিয়ে যায় তবে মাটি কাটায় জড়িত ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে বালু মহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ফসলি জমি থেকে
মাটি কাটার দায়ে লিটন মিয়া নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদন্ড করেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান সবসময়ই অব্যাহত থাকবে।