

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জে থানা পুলিশের সফল অভিযানে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (গতকাল) রাতে এই অভিযান পরিচালনা করে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন-উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা আব্দুল আলিমের পুত্র মুনসুর মিয়া (২১)। তার বিরুদ্ধে পেনাল কোডের আওতায় একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
অভিযানটি পরিচালনা করেন,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে ও এস আই সুমনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনসুর মিয়ার অবস্থান নিশ্চিত করে তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামিকে আজ (বুধবার) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।