স্যামসাং ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ আনল গ্যালাক্সি এস২০ আল্ট্রা

Share the post

অনলাইন ডেস্কঃ দেশের বাজারে স্যামসাং যখন তার নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস২০ আল্ট্রার প্রি-বুকিং নিচ্ছে এই সময়ে হ্যান্ডসেটটির ক্যামেরায় সমস্যা ধরা পড়েছে। রিভিউ ভিত্তিক ওয়েবসাইট পিসি ম্যাগ ও ইনপুটের রিভিউতে এই সমস্যার বিষয়টি উঠে এসেছে। এরপর স্যামসাং নির্দিষ্ট কোনো সমস্যার কথা উল্লেখ না করলেও জানিয়েছে, ক্যামেরার উন্নতির জন্য কাজ করছে তারা। তবে কখন ওই সমস্যাহীন ক্যামেরা বাজারে আসবে সেই বিষয়ে বিশেষ কিছুই জানায়নি তারা। সূত্র: দ্য ভার্জ। এক বিবৃতিতে স্যামসাং জানায়, স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২০-তে যুগান্তকারী ও উন্নততর ক্যামেরা রয়েছে। গ্রাহকদের সেরা সেবা দিতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এই চলমান প্রক্রিয়ায়, ক্যামেরার আরও ভালো অভিজ্ঞতা দিতে আমরা আপডেট আনছি। পিসি ম্যাগ ও ইনপুটের রিভিউতে বলা হয়, হ্যান্ডসেটটির অটো ফোকাসে সমস্যা রয়েছে, কিছু সময় কোনো বিষয়ে লক হতে সময় নেয় এবং অনেকক্ষেত্রেই সেটা হয়ই না। প্রসঙ্গত, দেশের বাজারে এরই মধ্যে এস ২০+ ও এস২০ আল্ট্রার প্রি-বুকিং নিতে শুরু করেছে স্যামসাং। চলতি মাসের ২০ তারিখ থেকে হ্যান্ডসেটটি দেশের বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মশা কাদের বেশি কামড়ায়?

Share the post

Share the postগরমের দিনগুলোতে মশার উপদ্রব বেড়ে যায় আর সেই সঙ্গে বাড়ে মশার কামড়ের যন্ত্রণা। কিন্তু কখনো কি ভেবেছেন, মশা সবাইকে সমানভাবে কামড়ায় না কেন? গবেষণায় দেখা গেছে, মশা বিশেষ কিছু রক্তের গ্রুপের প্রতি বেশি আকৃষ্ট। একাধিক বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ মিলেছে যে, ‘O’ গ্রুপের রক্তধারীরা মশার বিশেষ শিকার। জাপানের একটি গবেষণা অনুসারে, O গ্রুপের রক্তধারীদের মশার কামড়ের […]

ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় এতিম কিশোরকে পেটালেন শিক্ষক

Share the post

Share the postহাসপাতালের মেঝেতে ব্যথা আর যন্ত্রণায় কাতরাচ্ছে এতিমখানার কিশোর সাগর হোসেন (১৬)। লাঠির অসংখ্য আঘাতে দগদগে ক্ষতচিহ্ন তার শরীরে। শরীরের প্রতিটি অংশের এই ক্ষত দেখে নিজেকে সামলাতে পারছেন না তার মা। ছেলের ওপর নির্যাতনের ক্ষতগুলোতে হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। আর অঝোরে কাঁদছেন।  ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর আদর্শ এতিমখানার শিক্ষার্থী সাগর হোসেনকে নির্যাতনের পর হাসপাতালে […]