স্মার্টফোন এবং ট্যাব এক্সপোতে ফাইভজি সুবিধা উপভোগ করুন রিয়েলমি প্যাভিলিয়নে, সাথে অবিশ্বাস্য ছাড়

Share the post

প্রেস বিজ্ঞপ্তি : ঢাকা, ০৬ জানুয়ারি

রাজধানীর আগারগাঁও-এর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়েছে ‘স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো’। চলবে আগামী ৬-৮ জানুয়ারি পর্যন্ত। মেলায় স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন চলে আসুন সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে এবং উপভোগ করুন রিয়েলমির রিয়েল টাইম ফাইভজি সেবা।

রিয়েলমি জিটি নিও ২, জিটি মাস্টার এডিশন, রিয়েলমি ৮ ফাইভজি স্মার্টফোনে রিয়েলমি প্যাভিলিয়নে থাকছে ফাইভজি নেটওয়ার্ক সুবিধা। এই তিনটি ফোনে উপভোগ করুন ফাইভজি’র দুর্দান্ত সব সেবা। পাশাপাশি, ফোন তিনটি মেলা চলাকালীন কিনতে পারবেন ৩,০০০ টাকা ছাড়ে। মেলায় জিটি নিও ২ এর বিশেষ মূল্য মাত্র ৩৬,৯৯০ টাকা, জিটি মাস্টার এডিশন মাত্র ৩০,৯৯০ টাকা এবং রিয়েলমি ৮ ফাইভজি মাত্র ১৯,৯৯০ টাকায় পাওয়া যাবে।
এছাড়াও এক্সপোতে ফোন কিনে সুযোগ থাকছে ব্র্যান্ড নিউ রিয়েলমি জিটি মাস্টার এডিশন জিতে নেওয়ার সুযোগ। বিস্তারিত জানতে ভিজিট করুন স্পন্সর প্যাভিলিয়ন-৪, রিয়েলমি স্মার্টফোন; স্মার্টফোন এবং ট্যাব এক্সপো।

এছাড়াও রিয়েলমি’র প্রতিটি স্মার্টফোন এবং স্মার্ট ডিভাইসে থাকছে দারুণ সব ছাড়। এক্সপো থেকে সি১১ ২০২১ (২+৩২জিবি) ৮,৮৯০ টাকায়, সি১১ ২০২১ (৪+৬৪জিবি) ৯,৯৯০ টাকায়, নারজো ৫০আই (৪+৬৪জিবি) ৯,৯৯০ টাকায়, সি২১ওয়াই (৩+৩২জিবি) ১০,৪৯০ টাকায়, সি২১ওয়াই (৪+৬৪জিবি) ১১,৪৯০ টাকায়, সি২৫ওয়াই ১২,৯৯০ টাকায়, সি২৫এস ১৪,৯৯০ টাকায় এবং রিয়েলমি ৮ ২০,৯৯০ টাকায় কিনতে পারবেন।
ক্রেতারা রিয়েলমি প্যাড’র (৩+৩২জিবি) ভেরিয়েন্ট মাত্র ১৯,৪৯০ টাকায়, (৪+৬৪) ভেরিয়েন্ট ২০,৯৯০ টাকায় পাওয়া যাবে।

পাশাপাশি, রিয়েলমি বাডস এয়ার ২ মাত্র ৩,১৪৯ টাকায়, রিয়েলমি স্মার্ট ক্যাম ৩৬০° মাত্র ২,৯৯৯ টাকায়, বাডস ওয়্যারলেস ২ মাত্র ২,৬৯৯ টাকায়, বাডস ওয়্যারলেস ২ নিও ১,৬৯৯ টাকায়, রিয়েলমি বাডস কিউ২ ১,৬৯৯ টাকায়, পকেট ব্লুটুথ স্পিকার মাত্র ১,২৯৯ টাকায়, এন১ সনিক ইলেকট্রিক টুথব্রাশ ৮৯০ টাকায় কিনতে পারবেন। এছাড়া প্রযুক্তি-প্রেমী তরুণদের জন্য থাকছে, রিয়েলমি বাডস ক্লাসিক ৪৪৯ টাকায় এবং রিয়েলমি বাডস ২ নিও ৪৪৯ টাকায় কেনার সুযোগ।

রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে, ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। এ স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫জি ফোন ছাড়াও রিয়েলমি তরুণ প্রজন্মের ক্রেতাদের জন্য আরও অনেক এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]

আশুলিয়ার অলিগলিতে এখন মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন মাদক ব্যাবসায়ীগন উঠতি বয়সী তরুণরা প্রচন্ড ঝুঁকির মুখে!!!!

Share the post

Share the postমোঃ আবু ছালেহ বিপ্লব  ঢাকা জেলা প্রতিনিধি :ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া ভাদাইলসহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে মাদকের করাল গ্রাস। স্থানীয়রা অভিযোগ করছেন, পাড়া-মহল্লা, অলিগলি—কোথাও যেন নেই মাদক ব্যবসায়ীদের উপস্থিতি থেকে মুক্ত কোনো জায়গা। সম্প্রতি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ইয়াবা ও টাপেন্টাডল নামক একটি নতুন ধরনের মাদকের ব্যবহার। […]