সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন
প্রতিবেদনঃ- মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি:সৌদি আরবের সাথে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার ১০টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ আজ (রোববার, ৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। শত বছরের বেশি সময় ধরে এই ঐতিহ্য ধরে রেখেছেন সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা।
আজ সকাল ৯টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়িতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক মুসল্লি অংশ নেন। ঈদের জামাতে ইমামতি করেন সুরেশ্বর দরবার শরীফের খলিফা গোলাম মাওলা মজনু মিয়া।
এছাড়াও পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ অন্যান্য গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লিরা। তারা জানান, রোজা রাখা থেকে শুরু করে ঈদুল ফিতর ও ঈদুল আযহার মতো ধর্মীয় উৎসবগুলো তারা সৌদি আরবের সময় অনুসরণ করেই উদযাপন করেন। ভোলার এই ১০টি গ্রামের বাসিন্দারা আগামী ঈদুল আযহাও একই নিয়মে উদযাপন করবেন বলে জানিয়েছেন।