সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার ১০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

Share the post

প্রতিবেদনঃ- মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি:সৌদি আরবের সাথে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার ১০টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ আজ (রোববার, ৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন। শত বছরের বেশি সময় ধরে এই ঐতিহ্য ধরে রেখেছেন সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা।

আজ সকাল ৯টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়িতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক মুসল্লি অংশ নেন। ঈদের জামাতে ইমামতি করেন সুরেশ্বর দরবার শরীফের খলিফা গোলাম মাওলা মজনু মিয়া।

এছাড়াও পর্যায়ক্রমে জেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ অন্যান্য গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লিরা। তারা জানান, রোজা রাখা থেকে শুরু করে ঈদুল ফিতর ও ঈদুল আযহার মতো ধর্মীয় উৎসবগুলো তারা সৌদি আরবের সময় অনুসরণ করেই উদযাপন করেন। ভোলার এই ১০টি গ্রামের বাসিন্দারা আগামী ঈদুল আযহাও একই নিয়মে উদযাপন করবেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চরফ্যাশনে দুই ভাইকে পুড়িয়ে হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি:  ভোলার চরফ্যাশনে সংখ্যালঘু সম্প্রদায়ের দুই সহোদরকে গলা কেটে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার মতো ভয়াবহ ও নৃশংস ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটলো নিহতদের পরিবারের। বুধবার দুপুরে চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসাইন এই চাঞ্চল্যকর […]

জোয়ারের পানিতে ভাসছে ভোলা: ২০ গ্রাম প্লাবিত, হাজারো মানুষ পানিবন্দি

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং অমাবস্যার সম্মিলিত প্রভাবে ভোলার মেঘনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার উপকূলীয় অঞ্চলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে, বিশেষ করে বাঁধের বাইরের অন্তত ২০টি গ্রাম এখন পানির নিচে। আকস্মিক এই বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন। জোয়ারের পানিতে রাস্তাঘাট, […]