সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share the post

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের উদ্যোগে  ১৬ই মার্চ রবিবার কলেজের শহীদ আব্দুল্লাহ ভবনের দ্বিতীয় তলায় ইফতার মাহফিলের আয়োজন হয়। কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের সদস্যসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমেদ ও কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি মোঃ নূরনবী। এছাড়াও উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক মোঃ আবেদ হোসেন স্মরণ, সরকারি কবি নজরুল কলেজ ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি মোহাম্মদ আজম খান এবং সরকারি তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাকিম , লিও ক্লাব অব সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এর সভাপতি মোঃ রিদয় হোসেন।

ইফতার মাহফিলে সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের সভাপতি মোঃ আওলাদ জিসান, সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফাহিম মুনতাসির, দপ্তর সম্পাদক আলিফুল ইসলাম আলিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার আজিম এবং প্রচার সম্পাদক প্রত্যাশা অন্তরা-সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিবেটিং ক্লাবের সভাপতি মোঃ আওলাদ জিসান বলেন,
“রমজান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য বিশেষ উপহার। এই মাসে নেক আমলের সওয়াব সত্তর গুণ বৃদ্ধি পায়। সারাদিন রোজা রেখে একসঙ্গে ইফতার করার আনন্দই আলাদা। ভবিষ্যতেও আমরা চেষ্টা করব প্রতি রমজানে এমন আয়োজন করতে। সামনে ঈদ, তাই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।”

সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার আজিম বলেন,
“সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাব একটি পরিবার যেখানে আমরা একে অপরের পাশে থাকি। আজকের ইফতার মাহফিল আমাদের সেই বন্ধনকে আরও দৃঢ় করেছে। ইনশাআল্লাহ, যুক্তির লড়াইয়ে সত্যের মুক্তি প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা আমাদের ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাব।”                                                                                 আলিফুল ইসলাম আলিফ– ক্যাম্পাস প্রতিনিধি , সোহরাওয়ার্দী কলেজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।