সৈয়দপুর পৌর নির্বাচনে মেয়র পদে নতুন দুইমুখ মনোনয়নপত্র দাখিল করেছেন।
রাজু আহমেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): আজ মঙ্গলবার ২রা ফেব্রুয়ারি সৈয়দপুর পৌরসভা নির্বাচনে পুনঃতফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে আবারো নতুন করে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন সদ্য প্রয়াত স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন সরকার (ভজে) এর ছোট ভাই বিএনপি মনোনীত প্রার্থী রশিদুল হক সরকার এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ কামরুল হাসান।রশিদুল হক সরকারের মনোনয়ন পত্র জমার সময় উপস্হিত ছিলেন সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড ওবাইদুর রহমান, শওকত হায়াৎ শাহ সহ বি এন পি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।এনিয়ে আসন্ন নির্বাচনে মেয়র পদে মোট প্রার্থী ছয়জন। যেখানে আওয়ামী লীগের রাফিকা আখতার জাহান বেবি নৌকা প্রতীক নিয়ে লড়বেন, বিএনপির রশিদুল হক সরকার ধানের শীর্ষ নিয়ে লড়বেন, জাতীয় পার্টির সিদ্দিকুল আলম সিদ্দিক লাঙ্গন প্রতীক নিয়ে লড়বেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা নিয়ে নুরুল হুদা এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকছেন রবিউল আউয়াল রবি ও কামরুল হাসান। আগামী ২৮শে ফেব্রুয়ারি সৈয়দপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।এলাকার জনসাধারণের মুখে মুখে ভোটের আলোচনা সহ আগামী ২৮ শে ফেব্রুয়ারি হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে এমনটা অনেকেই মনে করেছেন।