সৈয়দপুরে সবজি চড়া দামে বিক্রি,দিশেহারা নিম্ন আয়ের মানুষ,মনিটরিং এ নেই কেউ,ভরসা ডাল ও ডিমে।

Share the post

রাজু আহমেদ (নীলফামারি জেলা প্রতিনিধি): কাঁচামরিচের ঝাঁজের সঙ্গে এবার যুক্ত হলো হরেক রকম সবজি। নীলফামারীর সৈয়দপুরে এ সপ্তাহে কাঁচামরিচের দাম বেড়ে ১৯০ টাকা ছুঁয়েছে। গত কয়েকদিনে সবজির দাম বেড়েছে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা। কোনো কোনো সবজির দাম দ্বিগুণও হয়েছে। চড়া দামের কারণে বাজারে গিয়ে দিশেহারা হয়ে পড়ছে মধ্যবিত্ত ও স্বল্পআয়ের মানুষেরা। আড়তদার ও খুচরা বিক্রেতারা বলছেন, উত্তরবঙ্গে বন্যা ও সরবরাহ সংকটের কারণেই বাড়ছে সবজির দাম। এ দিকে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, নতুন মৌসুমের সবজির আমদানি ছাড়া নিয়ন্ত্রণে আসবে না বাজার। বন্যায় সৈয়দপুরসহ এর আশেপাশের উপজেলায় সবজির আবাদ বিনষ্ট হওয়ায় বাজারগুলোতে উপজেলার বাইরে থেকে আসছে সবজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস। এসব সবজির দাম আকাশছোঁয়া। একদিকে করোনার প্রভাবে কর্মহীন মানুষ অন্যদিকে বন্যায় সবজিতে ব্যাপক ক্ষতি। সব মিলিয়ে কাঁচাবাজারের লাগামহীন মূল্যে নিম্ন আর মধ্যম আয়ের মানুষের জীবন এখন বিপনাপন্ন। সবজি কেনা এখন দুরূহ ব্যাপার। তাই ডাল আর ডিমের ওপরই ভরাসা প্রত্যন্ত এলাকার খেটে খাওয়া পরিবারগুলোর। বন্যা শুরুর পর থেকেই সবজির বাজারে মূল্য বৃদ্ধি পেতে শুরু করে। কিন্তু গেল দু’সপ্তাহ ধরে সবজির দাম লাগামহীন হয়ে পড়ে। বর্তমানে প্রতিটি সবজি কেজি প্রতি দুই থেকে চারগুণ দামে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। সরেজমিনে সোমবার (১৯অক্টোবর) সৈয়দপুর পৌর সবজি বাজার, বাইপাস আড়ৎ, গেট বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচ ১৬০ থেকে ১৯০ টাকা, বেগুন ৮০ টাকা, আলু ৪৫ থেকে ৫০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, কচু ৩৫ থেকে ৪০ টাকা, পটল, ৮০ থেকে ৯০ টাকা, বরবটি ৬০ টাকা, নেনুয়া ৪০ থেকে ৫০ টাকা, ঢেরস ৬০ থেকে ৭০ টাকা, শশা ৬০ টাকা, সিম, ১১০ থেকে ১২০ টাকা, গাজর ৮০ টাকা, কাকরোল ৬০ টাকা, পেপে ৩৫ টাকা, পাতা কপি ১২০ টাকা এবং লাল শাক, পুই শাক ৫০ টাকা ও কলমির শাক ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৪০ থেকে ৫৫ টাকা, কাঁচকলা প্রতি হালি ৩০ টাকা করে বিক্রি হচ্ছে। এদিকে পিয়াজ ৮০ টাকা, রসুন ২০০ টাকা, আদা ৭০ টাকা, শুকনা মরিজ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার চালের দামও বেড়েছে প্রকারভেদে কেজি প্রতি দুই থেকে তিন টাকা। অথচ গত সপ্তাহে প্রতিটি সবজি ছিলো ২০ থেকে ২৫ টাকা কমে। বাজার করতে আসা সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শিউলী বেগম জানান, বাজারগুলোতে সবধরনের সবজির সরবরাহ কম। যা আছে সেগুলোর দাম চারগুণ বেশি। আগে এক কেজি কিনলে এখন কিনতে হচ্ছে এক পোয়া। ক্রেতা আব্দুর রহিম জানান, নিম্ন এবং মধ্যম আয়ের মানুষের পক্ষে এখন সবজি কিনে খাওয়া স্বপ্নের ব্যাপার। তাই ডিম ডালে দিন চলে যাচ্ছে। একজন গৃহিনী ক্ষুব্ধ হয়ে বলেন, এখন ৬০০টাকা দিয়ে দুই দিনের কাঁচাবাজার করা যায়না। সবজির বাজারে যাওয়া কঠিন হয়ে পড়েছে। সবজি বিক্রেতা মো. খালিদ জানান জানান, বন্যায় উত্তরবঙ্গের অধিকাংশ সবজির আবাদ নষ্ট হয়ে যাওয়ায় সবজির সরবরাহ খুব কম। আড়তে কাড়াকাড়ি করে সবজি কিনতে হয়। তাই কিনতে হয় চড়াদামে। ফলে ক্রেতাদেরও দাম একটু গুনতে হচ্ছে। অপর ব্যবসায়ী শাকিল জানান, আমাদের পাইকারী সবজি বাজার স্থানান্তর করার ফলে সেটি দুরে পড়ে যায়। ফলে এখন গ্রাম থেকে সবজি নিয়ে আসেন না খামারীরা ফলে বাজারে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। উপজেলার লক্ষনপুর এলাকার কৃষি খামারের মালিক মাহাবুল ইসলাম বলেন, অতিবৃষ্টির কারণে সবজিক্ষেতের অনেক ক্ষতি হয়েছে। সবজির উৎপাদনও কমে গেছে। তাই বাজারে এর প্রভাব পড়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, এবার উত্তরবঙ্গের বন্যায় সৈয়দপুরে কয়েক শত হেক্টর বিভিন্ন ফসলি জমির ফসল বিনষ্ট হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার কৃষক। দাম স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। বাজার করতে আসা একজন ক্রেতা বাসার বলেন,সবজি দাম আকাশ ছোয়া, কিন্তুু আলুর দাম টা অনেক বেশি, তিনি আরো বলেন প্রতিটি আলুর ক্লথস্টোর এ অনেক পরিমাণ আলু মজুদ আছে, কিছু অসাধু ব্যবসায়ির কারণে এই সমস্যা সৃষ্টি হচ্ছে। সরকারি ভাবে মনিটরিং এর ব্যবস্হা করলে আমি আশা করি সমাধান হয়ে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]