সেবাপ্রার্থীদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের দুর্ব্যবহারও দুর্নীতি
সেবাপ্রার্থীদের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্ব্যবহারকে দুর্নীতি হিসেবে উল্লেখ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।সেবাপ্রার্থীদের প্রতি মানবিক আচরণের মাধ্যমে সেবা নিশ্চিত করে তাদের জনমুখী হতে হবে বলে জানান তিনি।মঙ্গলবার বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সচিবালয়ে মঙ্গলবার সকালে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে যোগ দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সেখানে দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে সরকারের নানা উদ্যোগের বর্ণনা দেন তিনি।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রের নাগরিকদের সুন্দর ও সুষ্ঠুভাবে সেবা দিতে বাধ্য। এ বিষয়ে সবাইকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে।কর্মকর্তা-কর্মচারীদের স্যার বা ম্যাডাম সম্বোধনের বাধ্যবাধকতা নেই বলেও জানান তিনি।
স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সরকারি চাকরিজীবী ও সরকারের বিভিন্ন দায়িত্বে থাকা ব্যক্তিদের নিয়মিত সম্পদের বিবরণ দেয়ার নির্দেশনা বাস্তবায়নের ওপর জোর দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে তিনি জানান, সরকারের চলতি মেয়াদে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৪০ হাজার ৮০৬টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।