সাতক্ষীরা পাটকেলঘাটার কাশিপুরে নিজ গ্রামে শারদীয় শুভেচ্ছায় পুলিশ সুপার প্রতূষ মজুমদার
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা :শরতের নির্মল আকাশে ভাসমান সাদা মেঘ আর পূজার ঢাকের ছন্দে উৎসবমুখর গ্রাম কাশিপুর। এই আনন্দঘন সময়ে জন্মভূমিতে ফিরে এলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রতূষ মজুমদার। শারদীয় দুর্গাপূজার শুভক্ষণে শেকড়ের টানে তিনি মিলিত হলেন গ্রামের আপনজনদের সঙ্গেÑসামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে কাটালেন কিছু আবেগঘন মুহূর্ত।
গ্রামের মাটির গন্ধ, শৈশবের স্মৃতিমাখা আঙিনা আর আপনজনদের উষ্ণ ভালোবাসায় আপ্লুত হয়ে তিনি বললেন জীবনের কথা, শোনালেন নিজের শৈশবের গল্প। দায়িত্বের কঠোরতা পেরিয়ে এই মুহূর্তে তিনি যেন একেবারেই গ্রামের ছেলেÑসবার কাছে আপন। প্রতূষ মজুমদার সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেনÑ এই সমাজের প্রতিটি মানুষ যেন শান্তি ও সম্প্রীতিতে বসবাস করতে পারে।
শুভেচ্ছা বিনিময়ের সময়ে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা মহসিন মন্টু, শরীরে ইউনিয়ন যুবদলের সভাপতি মো. হায়দার আলী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহিতুজ্জামান এবং দলের তরুণ নেতা সানজিদুল হক ইমন প্রমুখ।
কাশিপুরের মানুষ তাই এবারের পূজায় শুধু দেবীকে নয়, তাঁদের প্রিয় সন্তান পুলিশ সুপার প্রতূষ মজুমদারকে ঘিরেও খুঁজে পেলেন উৎসবের আনন্দ, ফিরে পেলেন আপন বন্ধনের টান।