সাতক্ষীরায় করোনা আক্রান্তের হার ৬০ শতাংশ
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পজিটিভ ১ জন। বাকি ৮ জন করোনা উপসর্গে মারা গেছে। জেলায় করোনা টেস্টের তুলনায় পজিটিভের সংখ্যা ৬০.৮৭ শতাংশ।
জেলার মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও ৬টি ক্লিনিকে ৩৬১ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে পজিটিভ ৩৮ জন। পাশাপাশি ৮২৯ জন করোনা পজিটিভ হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
জেলায় মোট পজিটিভ মৃত্যু ৫৭ জন ও করোনা উপসর্গে মৃত্যু ২৬৬ জন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ২৭৮৪ জন। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেলে ৯২ জনের করোনা টেস্টে ৫৬ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৬০ দশমিক ৮৭ শতাংশ।
অপরদিকে সাতক্ষীরায় শনিবার থেকে তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছে। এবারের লকডাউন বাস্তবায়নে সকাল ১১টায় শহরের হাসপাতাল সড়ক থেকে সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিদের নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়া ও প্রচণ্ড বৃষ্টির কারণে তা হয়নি।
সীমান্ত জেলা সাতক্ষীরায় এখনও প্রতিদিন বিজিবির অভিযানে ভারত থেকে দেশে আগত ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখার কার্যক্রম অব্যাহত রয়েছে।