সাতক্ষীরায় ৭০ যুবকের মাঝে ৭৩ লক্ষাধিক টাকার ঋণ বিতরণ

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : প্রযুক্তি নির্ভর যুবশক্তি ও বহুপক্ষিক অংশীদারিত্বে অগ্রগতির প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন। পরে তিনি উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান এবং যুব সমাজকে দক্ষ, সৃজনশীল ও প্রযুক্তি-সমৃদ্ধ করে তোলার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সেনা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ মেজর সজীব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলার জমায়েতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, কৃষি প্রকৌশলী মো. হারুন অর রশীদ এবং সাংবাদিক কল্যাণ ব্যানার্জি প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, সুশীলনের প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাসসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সুধীজন।
অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন উদ্যোক্তা নাজমুন নাহার ও ফারিয়া আলম মিথিলা। এসময় জেলার ৭০ জন যুবকের মাঝে মোট ৭৩ লক্ষ ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সাতক্ষীরা দেবহাটায় মাছের ঘেরে তরমুজ চাষ, কৃষকের মুখে হাসি

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা দেবহাটা উপজেলায় নোনা পানির মিশ্র মাছের ঘেরের উপরে দূর থেকে দেখলে মনে হবে সবুজ পাতার ছায়ায় ঝুলছে রঙিন ফলের মালা। কাছে গেলে বোঝা যায়, এগুলো অসময়ের তরমুজ। নিচে মিঠে ও লোনা পানির মিশ্র ঘেরে মাছের খেলা। ওপরে মাচায় ঝুলছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগারকুইন আর […]

শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার […]