সাংবাদিক মোজাক্কির হত্যার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
আব্দুল আহাদ (গাজীপুর) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দুই গ্রুপে সংঘর্ষে নিহত সাংবাদিক বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি নোয়াখালি জেলার প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানার সামনে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটি টঙ্গী শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল দেওয়ানের (দৈনিক বাংলাদেশ সমাচার) সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক মহনা ষ্টাফ রিপোটার মোঃ তৌহিদুল ইসলাম,মোঃ মুজাহিদ এশিয়া বার্তা, অমল চন্দ্র বোষ, দৈনিক বাংলাদেশ সমাচার,মোঃ আনোয়ার হোসেন,দৈসিক করতোয়া,সুজন সারোয়ার,দৈনিক বর্তমান,সাংবাদিক নুরুল হক,দৈনিক হক ইনসাফ,জসিম উদ্দিন,দৈনিক তথ্যবানী,দেওয়ান রফিকুল ইসলাম মাখন দৈনিক জনতা, মোঃ নুরুজ্জামান শেখ জনতার সময়২৪.কম, আশিকুর রহমান,সময়ের কাগজ, এস এম তামিম দৈনিক সংবাদ মহনা, সৈয়দা রুকসানা পারভিন রুবি,শিল্পী আকতার দৈনিক দেশান্তর, সাংবাদিক জাফর,সোহেল মিয়া,মফিজুল ইসলাম,রাজিব হোসেন,আলমগীর সিকদার সহ ভিবিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ও বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি গাজীপুর মহানগর বাসন থানা,গাছা,কাশিপুর,কোনাবাড়ি ও পুবাইল থানা সহ সারা দেশে একযোগে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটিরি সভাপতি মীর মোঃ সিরাজুল ইসলামের আহবানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির নোয়াখালীর কোম্পানীগঞ্জের চাপরাশির হাট বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ ফেব্রুয়ারি তিনি মৃত্যু বরণ করেণ। সাংবাদিক বুরহান উদ্দিন মোজাক্কিরের মৃত্যুর ঘটনা নিয়ে চলছে নানা জল্পনা। এ মৃত্যুর দায় নিতে নারাজ কোনো পক্ষই। উল্টো এটাকে পুঁজি করে রাজনৈতিক মাঠ গরম করার চেষ্টা করছে বিবদমান দুই পক্ষ। আবার ঘটনার চার দিন পেরিয়ে গেলেও কার বা কোন পক্ষের গুলিতে মোজাক্কির নিহত হয়েছেন, সেই রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।