সমাদর ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

Share the post
মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্রগ্রাম): রাউজান উপজেলার পূর্ব আধারমানিক খ্যাতিপাড়ায় সামাজিক সংগঠন সমাদর ক্লাবের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী, বর্ষবরণ, গুনীজন সংবর্ধনা পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৩ এপ্রিল ২০১৫ রবিবার স্থানীয় মাঠে সংগঠনের সভাপতি কিরণ বড়ুয়ার সভাপতিত্বে এবং সহ-সাধারন সম্পাদক সাংবাদিক সঞ্জয় বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সারাদিন ব‍্যাপি অনুষ্ঠান মালার সকালবেলা অনুষ্ঠিত হয় বৌদ্ধ ধর্মীয় গাথা প্রতিযোগীতা, ক্রিড়া প্রতিযোগীতা। বিকাল ৩টায় শুরু হয় আলোচনা সভা, গুনীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে  অতিথিবৃন্দ সমাদর ক্লাবের স্থায়ী কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন ভদন্ত করুনা প্রিয় থের ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীবৃন্দ।
উক্ত আলোচনা সভায় আর্শীবাদক হিসেবে উপস্থিত হিলেন সমাদর ক্লাবের প্রধান উপদেষ্টা মানিক বিহারের অধ্যক্ষ ভদন্ত সদ্ধর্মসারণী সুমনবংশ মহাথের।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিলেন বিশিষ্ট দানশীল ব্যাক্তিত্ব ও মধ্যম আধারমানিক সুরৎসিং বিহার পরিচালনা কমিটির সভাপতি অনিল কান্তি বড়ুয়া এবং প্রধান আলোচক ছিলেন ওয়ান্ড এ্যালায়েন্স অব বুড্ডিস্ট থাইল্যান্ড এর ডাইস প্রেসিডেন্ট ড. সবুজ বড়ুয়া শুভ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড পেক থাইল্যান্ড বাংলাদেশ চাপ্টারের চীফ কো-অর্ডিনেটর সদ্ধর্মলোক ডিলক প্রদীপ বড়ুয়া আনন্দ, রাউজান আধারমানিক সমীরণ ফাউন্ডেশনের পরিচালক শিক্ষিকা পুরবী বড়ুয়, ওয়াল্ড। এ্যালায়েন্স অব বুজিস্ট ইউথ থাইল্যান্ড এর চেয়ারপার্সন ড. মিথিলা চৌধুরী, মধ্যম ইদুলপুর সার্বজনীন আনোদয় বিহারের অর্থ সম্পাদক নিহার কান্তি বড়ুয়া, দুলাল রেনু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শিমূল কান্তি বড়ুয়া, মানিক বিহার পরিচালনা পরিষদের প্রাক্তন সভাপতি মিলন কান্তি বড়ুয়া, পল্লী চিকিৎসক ভূপতি রঞ্জন বড়ুয়া, প্রবীন সমাজ সেবক বিদর্শন সাধক রতন বস্তুয়া।
উদ্বোধন করেন সমাদর ক্লাবের সাধারন সম্পাদক সুলভ বড়ুয়া ও স্বাগত ভাষন প্রদান করেন সমাদর ক্লাব স্কাইয়ে ধম্মা স্কুলের বর্ষীয় শিক্ষক ও সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজয় বস্তুয়া।
পরে কৃতি শিক্ষার্থীদের মাজে শিক্ষাসামগ্রী বিতরণ, ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিশিষ্ট ব‍্যাক্তিদের মাঝে স্মারন সম্মাননা প্রদান করা হয় এবং সন্ধ্যায় এক মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠানে টিডি ও বেতারের গুনী শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

হত্যার ভয় দেখিয়ে নিজের মেয়েকে ধর্ষণ করলেন বাবা,

Share the post

Share the postফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি:চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যার ভয় দেখিয়ে নিজের মেয়েকেই জোরপূর্বক ধর্ষণ করে মোঃ আলী (৪০) নামক জনক পিতা।ষষ্ঠ শ্রেণিপড়ুয়া মেয়ে বাবার ধর্ষণে গর্ভবতী হয় বলে জানা যায় মোহাম্মদ আলী উপজেলার ছদাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মনোহর চৌধুরী পাড়ার বাসিন্দা মৃত এমদাদ আলীর ছেলে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিষয়টি জানাজানি হলে সকাল ৮টার দিকে […]

উস্তাদ জাকির হোসেন এর স্মরণে শ্রুতিঅঙ্গনের এয়োদশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মিলন

Share the post

Share the post নিজস্ব প্রতিবেদক,চট্রগ্রাম :সুস্থসংস্কৃতি চর্চার মাধ্যমে সাংস্কৃতিক ও মনোজাগতিক মুক্তি অর্জিত হয় এবং বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মানে শাস্ত্রীয়সংগীত বা শুদ্ধসংগীত চর্চা অত্যন্ত জরুরী। গত ১০ এপ্রিল বিকেল ৫টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে  এয়োদশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মিলনের আয়োজন করে শ্রুতিঅঙ্গন। পার্থ প্রতিম মহাজন ও মৌসুমী সেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন শ্রুতিঅঙ্গনের প্রতিষ্ঠাতা সম্পাদক […]