সন্দ্বীপ থানা পুলিশের অভিযানে ০১টি একনলা বন্দুক, ০৩ রাউন্ড কার্তুজ ও ৯০ (নব্বই) পিস ইয়াবাসহ গ্রেপ্তার-০২.
জামসেদ আলম(সন্দ্বীপ প্রতিনিধি): সন্দ্বীপ থানার মামলা নং-০৮, ১৯/০৩/২০২০খ্রি: ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের 19 (A) (F) এবং মামলা নং-০৯, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিলের ১০(ক) মূলে থানার এসআই মো: আব্দুল আলিম ও এসআই মো: ইয়ামিন সুমন সঙ্গীয় ফোর্সসহ ১৯/০৩/২০২০খ্রি: রাত ১১:১৫ টায় সন্দ্বীপ থানাধীন মুছাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ০১টি একনলা বন্দুক, ০৩ রাউন্ড কার্তুজ ও ৯০ (নব্বই) পিস ইয়াবাসহ আসামী ০১। মোঃ মুনছুর আলী প্রকাশ ক্লিনটন প্রকাশ কিলটন(২৫), পিতা-সেলিম প্রকাশ খোকন, সাং-মুছাপুর ০১নং ওয়ার্ড, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম ও আসামী ০২। মো: জিহাদ(১৯), পিতা-মো: আবু বক্কর সিদ্দিক, সাং-রহমতপুর ০৫নং ওয়ার্ড, হাদীর গো বাড়ী, থানা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।