

মোঃ ফায়েল মাহামুদ (সন্দ্বীপ প্রতিনিধি):
চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা কালাপানিয়া ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বোনকে ধর্ষণ করে শিপন নামে এক লোক। ধর্ষক শিপন তাদেরকে নানাভাবে প্রলোভন দেখিয়ে এবং নগ্ন ছবি দিয়ে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে। মোঃ শিপন (৪৫) কালাপানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাসিন্দা মোঃ নূরালমের ছেলে ।
ধর্ষিত বড় বোন বলেন, শিপন আমার ছোট বোনকে বিয়ে দিবে বলে। সে বলে আমার বোনের বিয়ে হচ্ছে না তাই তাকে তাবিজ করতে হবে। সেজন্য আমার বোন আর আমার নগ্ন ছবি লাগবে। নগ্ন ছবি প্রচার করবে বলে ভয় দেখিয়ে আমাদের ধর্ষণ করে এবং টাকা নেই।
ধর্ষিত ছোট বোন বলেন, শিপন আমাকে জোড় করে ধর্ষণ করে। আমি এখন তিন মাসের অন্তঃসত্ত্বা।
স্থানীয় সূত্রে জানা যায়, শিপন বিএনপির একজন কর্মী ছিলেন। তার পরিবার বিএনপির রাজনীতিতে জড়িত।
ধর্ষণের অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮ টায় কালাপানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলীমুর রাজী টিটু চৌকিদার নিয়ে শিপনকে আটক করে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলীমুর রাজী টিটু বলেন, আমি অভিযোগ পেয়ে নিজে গিয়ে ধর্ষককে আটক করে রাখি এবং বিষয়টি ওসিকে জানাই।
তিনি আরো বলেন, আমার ইউনিয়নে কোন প্রকার অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না এবং আমি অন্যায়র বিরুদ্ধে সব-সময় সচেতন থাকবো।
সন্দ্বীপ থানা এসঅাই উনুমং মারমা জানান, আমরা অভিযোগ নিয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।