শেখ আছিয়া বেগম ও আবু সাইদের মৃত্যু বার্ষিকীতে দেবাশীষ পাল দেবু’র দোয়া মাহফিল
চট্টগ্রাম সংবাদ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি’র মাতা শেখ আছিয়া বেগমের ১৫ তম মৃত্যুবার্ষিকী এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ’র শ্বশুর প্রফেসর আবু সাইদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু’র উদ্যোগে ২৮ জুন মঙ্গলবার বাদ আসর আগ্রাবাদ সিডিএ ৫ নম্বর রোডস্থ উম্মুল ক্বোরা ওয়েহেদিয়া মাকহূদিয়া তাহ্ফিজুল কুরআন একাডেমী তে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মৌলানা গিয়াসউদ্দিন, এতে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এস এম আতিকুর রহমান, ইমতিয়াজ আহমেদ বাবলা, ফরহাদ আবদুল্লা,কাজী মোহাম্মদ আরিফ,টিপু,জুয়েল, সরওয়ার, মনির,সাজিবুল ইসলাম সজীব,আরমান নর এলাহি সানি,শোয়েব শাহিনুর বেগম,তানভীর, দিপু,জাহাঙ্গীর, ঝিকু,আকবর জুয়েল, সৈয়দ সুলতান, আবিদ হাসান, ইফতেখার উদ্দিন, ইসরাফিল, ইফতি,ইফতি,নবী, হিমেল, সজীব, স্বাধীন, আদর প্রমুখ।