

আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামী সোহেল মিয়া ওরফে সুহেলের খালার বাড়ি থেকে চায়নিজ রাইফেল, গুলিসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ। এসময় সুহেলের খালাকেও আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার শ্রীনগর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের সোহেল মিয়া ওরফে সুহেলের খালা ফিরোজা বেগম (৪৫) ও আব্দুল হামিদের স্ত্রী রাজিয়া খাতুন (৫০)। এসময় তাদের কাছ থেকে ১টি সক্রিয় চাইনিজ রাইফেল, ১টি একনালা বন্দুক, ১টি পাইপগানের অংশ, ১টি কিরিচ, ১টি রামদা, শর্টগানের তাজা গুলি ৫ রাউন্ড এবং ১৪টি গুলির খোসা উদ্ধার করা হয়। সোমবার সকালে রায়পুরা থানায় সংবাদ সন্মেলনের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর বিষয়টি নিশ্চিত করেন।
জানান যায়, রবিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার দূর্গম চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নির্দেশনায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক প্রবীর কুমার ঘোষ সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর মধ্যপাড়া গ্রামে সুহেলের খালার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশ টং ঘরের ভিতরে রক্ষিত শীতল পাটি দিয়ে মোড়ানো অবস্থায় একটি চায়নিজ রাইফেল, একটি একনালা বন্দুক ও একটি পাইপগানের অংশ সহ কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়। পরে সুহেলের খালা ফিরোজা স্বীকার করে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো তার ভাগ্নে সুহেল মিয়ার এবং সে অস্ত্রগুলো শীতল পাটির ভিতর লুকিয়ে রাখে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ বাংলাবাজার পত্রিকাকে বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। রায়পুরা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা সচেষ্ট।
উল্লেখ্য, গত ২১ জুলাই রায়পুরার শ্রীনগর এলাকায় যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী সোহেল মিয়া ওরফে সুহেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা।