শিক্ষার্থীদের ৮ মাসের বেতন মওকুফ করলো শিবরাম স্কুল এন্ড কলেজ

Share the post

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট: চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত প্রায় ৬ শত শিক্ষার্থীর ৮ মাসের মাসিক বেতন মওকুফ করলো লালমনিরহাটের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাশেদ। তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের বেতন মওকুফ করা হয়েছে।

জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার মিশনমোড় (সার্কিট হাউস) সংলগ্নে শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজ অবস্থিত। প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০০ জন। যাদের প্রত্যেকের মাসিক বেতন সর্বনিম্ন ৯০০ টাকা থেকে শ্রেণিভেদে ২৫০০ টাকা করে নেওয়া হয়।

এদিকে ছেলেমেয়েদের ৮ মাসের বেতন মওকুফ করা হয়েছে শুনে আবেগে আপ্লুত হয়ে অভিভাবকরা জানান, অত্যন্ত সময়োপযোগী, যুক্তিসঙ্গত এবং মানবিক উদ্যোগ নেয়ায় বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা। অভিভাবকরা আরো জানান, দেশের এমন করোনা দুর্যোগে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। সেখানে সন্তানদের ৮ মাসের বেতন মওকুফে আমরা অনেক স্বস্তি পেয়েছি।

প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মোড়ল হুমায়ুন কবির জানান,এমন সংকটকালীন সময়ে বিদ্যালয় আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্থ,অভিভাবকরাও তেমনি বহুমুখী দিক থেকে ক্ষতিগ্রস্ত। সকল দিক বিবেচনা করে এমন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

লালমনিরহাট সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম এ বিষয়টিকে সাদুবাদ জানান এবং শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজের এমন উদ্যোগকে জেলার অন্য প্রতিষ্ঠানের জন্য উদাহরণ হতে পারে বলে জানান। অন্য বিদ্যালয়গুলোকে এমন মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি অনুরোধ জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সোনারগাঁয়ে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

Share the post

Share the postফাহাদুল ইসলাম, সোনারগাঁ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অস্ত্রসহ আলী আকবর খান(৩০) নামের এক মাদক ব্যবসায়ী ও সেবনকারী কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত যুবক মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের ছেলে ।গ্রেফতারকৃত যুবক একজন মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত সহ উচ্ছৃঙ্খল ছিলো । মাদকের টাকার জন্য প্রায় সময় তার বাবার […]

তীব্র তাপদাহে পুড়ছে নরসিংদী, বিপর্যস্ত জনজীবন

Share the post

Share the postআশিকুর রহমান, নরসিংদী : সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। আর এই তাপদাহে পুড়ছে নরসিংদী। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শনিবার (৯ মে) দুপুর ১টায় জেলার আবহাওয়া অফিস সর্বোচ্চ ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে, যা চলতি মৌসুমে জেলার সর্বোচ্চ তাপমাত্রা। এর আগের দিন শুক্রবার তাপমাত্রাও ছিলো একই। ফলে তাপমাত্রা অপরিবর্তনশীল […]